![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
কথার কাব্য
কথা ছিল আপন হবি ঘর গড়ে এক সঙ্গী হবি
সাধের ঘরে আপন হয়ে ফুলদানীতে ফুলও হবি
কথা ছিল একটা আকাশ চোখের নীলে
হাওয়ায় হাওয়ার মেঘ উড়াবি
বর্ষা হবি শরৎ হবি, কাঁশবনেতে শালিক হবি
জোড়া বেঁধে আমার সাথে কিচির মিচির কথা কবি।
কথা ছিল বুকের ভুমে ফুলে ভরা তিসির বনে
কথা ছিল ভ্রমর হয়ে গুনগুনিয়ে গান শুনাবি
বৈশাখি মেঘ রুদ্র হয়ে
বাউকুড়ানি বাতাস হয়ে
আমার বুকে ঝঞ্জা হবি, শালুক ঝিলের দ্যাওয়ার ফোটায়
আমার হাতের শালুক হবি।
কথা ছিল চাঁদনি রাতের আলোয় মেলায় , জোনাক জ্বলা বেতের বনে
আমার শিতল পাটির বুকে আমার বুকে আদর দিবি
এক খানা রাত আদর মেখে এক খানা ভোর সূর্য্য দেখা
এক টা দারুন রোদের ভীড়ে আমার ভীষন আপন হবি;
কথা ছিল কলস ভরা শীতল জলে
ক্লান্তি তৃষা মিটিয়ে দিবি
দুপুর বেলার ছনের ফাঁকে একটা সুখের চড়ুই হবি।
কথা ছিল তোর বাগানের হাজার গাঁদায় একটা গাঁদা হবার
কথা ছিল সব বিলায়ে এক ফোঁটা সুখ পাবার
খুব বেশি নয় এই তো ছিল চাওয়ার!
এখন আমি কথা গুলোর কাঁদায় পুতুল গড়ি
কথার কথায় জন্ম নেয়া কাব্য গুলোই পড়ি।
©somewhere in net ltd.