নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

সীমানা পেরিয়ে

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪

সীমানা পেরিয়ে



একদিন তোর শরীরি কাঁটাতার ডিঙ্গাতে কতই না প্রানান্ত চেষ্টা ছিল আমার

তোর চোখের সীমান্ত রক্ষী আমায় আটকে দিয়েছে প্রতিবার

আমি চোরাপথে পার হতে গিয়েও পারিনি; ফিরে এসেছিলাম

ফিরতে ফিরতে, ফিরতে পারিনি সঠিক

তোর কাঁটাতারেই প্রানটাকে লেপ্টে দিয়েছিলাম সেদিন;

এরপর বহুবার আমি সীমান্ত ডিঙ্গিয়ে বুনতে চেয়েছি ফসল

জলে কাঁদায় অগ্রাহায়নের ডালা ভরতে চেয়েছি আবারও

প্রানান্ত চেষ্টায় অনুমতি মিলেছিল শুধুই দেখবার ,শুধুই দেখবার।



কিন্তু আমি যে চাষী হতে চেয়েছি তোর জমিনের, তোকে চষে

আমি ফসল ফলাতে চেয়েছি, দেহের গোলা ভরাতে চেয়েছি!



এখন তোর কাঁটাতার আমাকে আর আটকায়না,নেই সীমান্ত রক্ষীর চোখরাঙ্গানী

আমি এবং আমরা দেদারছে বুনে যাই ফসল

জলে কাঁদায় চলে দারুন শব্দের চাষ প্রতি দিন প্রতি মৌসুম

তোর মানবিক ভুঁই দেখি চাষীর লাঙ্গলে হয় এফোঁড়- ওফোঁড়

কাঁটাতারে লেপ্টানো প্রানের ভেতর দেখি আমি নেই

অন্য কেউ তোকে চষে ফসলহীন ফসল ফলায়, ঘামের জলে চলে সেচ।



একদিন তোর শরীরি কাঁটাতার ডিঙ্গাতে চেয়েছিলাম তোর মাঠ ভালবেসে

তোর সবুজে মিশে মরতে চেয়েছিলাম , মাঠের একক কর্তৃত্ব চেয়েছিলাম

এখন তোর বুকেই আমি মরি প্রতিদিন অনুমতি হীন

তোর বুকেই চলে আজ মরা আত্বা গুলোর নির্ঘুম চাষাবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.