নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

আমি তাদের কথা বলতে এসেছি

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬

আমি তাদের কথা বলতে এসেছি



আমি তাদের কথা-ই বলতে এসেছি

যাদের কথা কেউ বলেনি আজ অবধি

আমি তাদের কথা-ই শোনাতে এসেছি আজ

যাদের কথা আজ অবধি কেউ শোনেনা কেউ শোনেনি।



কেউ শোনেনি তাদের বুকে কিসের আওয়াজ মিছি মিছি গুমরে মরে

কেউ দেখেনি দিনের শেষে কান্না তাদের জলের ধারায় চলছে ঝরে

জন্মাবধি কেউ করেনি আপন তাদের

আহা আপন হবার জন্য যারা ঘাম ঝরালো রক্ত বেঁচে

কেউ হলোনা আপন এমন,

আপন হওয়ার কথা-ই ছিল যাদের।



আমি তাদের কথা-ই বলতে বলতে সুখ বিলাসী দিনের বুকে

কাটিয়ে দিলাম অনেকটা দিন অনেকটা রাত

হাত বাড়ালাম সভ্যতার দরজাগুলোয়,

ওদের হাতে হাত রাখিবার পাইনি আজো একটি হাত।



কেউ বলেনি কেউ বলেনা উৎপীড়নের সাতকাহন

কেউ বলেনি কিসের টানে যাচ্ছে তারা

ভাসছে তারা, মানছে ভীষন নির্বাসন;

কেউ শোনেনি আজ অবধি আপন হবার পাগল প্রান

কেউ শোনেনি গভীর থেকে ভেসে আসা বানের গান।



আমি তাদের কথা-ই বলতে এসেছি

যাদের কথা কেউ বলেনি আজ অবধি

আমি তাদের কথা-ই শোনাতে এলাম আজ

যাদের কথা আজ অবধি কেউ শোনেনা কেউ শোনেনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.