![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
পাখিদের মৃত্যু
সেদিন সকালটা এসেছিল সকালের মতোই
আকাশটা প্রান পেয়েছিল পাখিদের ডানায়
আকাশে সেদিন সূর্য দিয়েছিল নিয়মের কিরন
পাখিদের বুননে সেদিনও মেঘ রোদে হয়েছিল
রেশমীর বুনন।
হঠাৎ আকাশটা ভেঙ্গে পড়ল
পাখি গুলো মেঘ গুলো রেশমী গুলো আকাশের নিচে চাপা পড়ল অকস্মাৎ
থেমে গেল ডানায় ডানায় ভালবাসার নিত্য কোলাহল
রোদ জ্বলা আকাশের নিচে নেমে এলো মৃত্যু নেমে এলো আঁধার
থেমে গেল নিত্য বাবুই বুনন।
এরপর কেটে গেল অনেক গুলো সকাল
ভগ্ন আকাশে আবারও এখন ডানা মেলে বাবুই পাখিরা
রোদে মেঘে চলে নিবিড় বুনন
কিন্তু সেই ভয় সেই মৃত্যু আবারও নাড়া দেয়
কখন যেন আবারও আকাশের নিচে চাপা পড়ে শিল্পীর প্রান
আবার বুঝি হঠাৎ কাঁপুনিতে থেমে যাবে কোলাহল কলরব।
আকাশ ভাঙ্গা সেই দিনের কথা ভুলতে চাইলেই কি ভোলা যায়
মিটিয়ে দেয়া যায় বাবুই পাখিদের এক একটা জীবনের দাম
কে নেবে দায় যদি আরেকটা আকাশ ভাঙ্গে আবার
কে নেবে দায়িত্ব যারা পড়ে থাকে ভাঙ্গা ডানায় দিনের পর দিন!
.............................( রানা প্লাজা হত্যাকান্ডের শিকার সকল প্রাণের প্রতি উৎস্বর্গকৃত)
©somewhere in net ltd.