নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

পতিত // শাহজাহান পারভেজ রনি //

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

পতিত // শাহজাহান পারভেজ রনি //



কেউ ফিরেও তাকাল না এদিকে।



অনেক দিন তো হলো, কর্তাবাবুর গোয়েন্দা চোখ

এ সীমায় পড়েনি বেশ ক'বছর,

আমি অপেক্ষায় থেকেছি

কখন আবার সেই পুরনো আওয়াজ

দরজার শিঁকল দোলাবে

আমার মালতী স্নো'র কৌটো ছড়াবে ঘরময় ঘ্রাণ;

যে আগুন একদিন জ্বেলেছিল

কর্তা বাবুর বারুদ ঠাসা দেয়াশলাই

সে আগুন কি এত সহজেই নিভে যায়

ছাই চাপা আগুন যে কি ভয়াবহ

তা আর কেউ না জানুক আমিতো জানি !



একদিন বিনু কাকা সাঁঝ বেলায় ডেকে বলেছিল-

হ্যারে সাঁতি কেষ্টপুরে মেলা হচ্ছে যাবি একবার,

মুড়ি পাবি, মুড়কি পাবি রঙ্গিন ফিঁতে পাবি,

ডজেন ডজেন চুড়ি চাইলে তাও দেবো;

সেদিন কাকার জলজলে চোখ

আমার ভেতর কিছু খুঁজে যেন খুন হয়েছিল

আমার দিনে দিনে ভারী হওয়া শইলের

বটে কত পাখিই তো ভর করতে চেয়েছে কাকার মতো ,

খাবলে নিয়ে আঠা ,ঘুড্ডি বানিয়েছে

পাশাপাশি শুয়ে ভাতার আমায়

নারকেল ভেবে ছোবড়া তুলেছে

মালা কেটে খেয়েছে শাস;

গতরের আগুনে নিয়েছে প্রবল শীতের ওম।



আজ ঢিলে শইলেও তো আগুন জ্বলে আমার

কই কেউ তো ফিরেও তাকাল না এদিকে

অথচ একদিন আমার ভিজে শইলে

কত মরদের ঘুম খেয়েছি আমি

বিনু কাকা, কর্তা বাবু, সনাতন দোকানী

কিংবা আমার ভাতার

সবার কাছেই তো আমি ভাগ পেয়েছি

ভালবাসা ভালবাসা ছমক পেয়েছি

আমার আগুনে জল ঢেলে মিনসে ঢ্যামনাগুলো

একে একে একদিন ঘরে ফিরেছে;

আমি মালতী স্নো'র কৌটো থেকে

আগুন তুলি আগুন তুলি আগুন তুলি

কই আগুনে পুড়ে কেউ তো মরেনা আর!



সবাই চলে গিয়েছে এ উঠোন ছেড়ে,

কেউ ফিরেও তাকায়না আর

মরদগুলো অন্য আগুনে ওম নেয়,

প্রবল তাপে জল ঢেলে শীতল হয় ঠিকঠাক

ঘরের শেঁকল টেনে কেউ আর মরেনা এখন,কিন্তু

আমার শইলে এখনও তো মাংস দলায় ঢেউ জাগে

রাত বিরাতে এখনও আমি জ্বরে কাঁপি উথাল পাথাল;

কোথায় চুতমারানি বিনু,

কোথায় কর্তা বাবু, সনাতন ঢ্যামনা!

আয় একবার এ উঠোনে আমার;

দেখি বারুদ ঠাসা দেয়াশলাই

সাঁতির আগুনে আবার পোড়াবো তোদের

না হয় নিজেই পুঁড়ে খাঁক হবো;

অনেকদিন তো হলো

এ ধারটায় কেউ ফিরেও তাকালো নাআর!



এখন ওরা ভীষন ভক্তিতে ভগবান ভজে,

মন্দিরে কপাল ঠুকে পানাহ চায়

অথচ আমিও একদিন পানাহ চেয়েছিলাম;

না ভগবান না মিনসে কেউ শোনেনি ,

অথচ আমাকেই বানালো দশ ভাতারী সাঁতি

বেছে বেছে আমাকেই দিল বেশ্যার জীবন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.