![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
আমি করাতী, কবি নই
......শাহজাহান পারভেজ রনি।
জেনে রাখুন আমি আজ বেকার নই
ভেতরে ভেতরে করাতকলের করাতী আমি
অনুভুতির প্রকান্ড গুড়িগুলো ঠেলে ধরে-
চাহিদামাফিক বিভিন্ন সাইজের তক্তা বানাই,
পড়ে থাকা শব্দগুড়োয় ভেতরে উনুন জ্বেলে
ভয়ঙ্কর শীতেও নিজেকে উষ্ণ রাখি
তবে জানবেন কোনক্রমে-ই আমি কবি নই।
কথা বললেই একদিন কিছু লোক
মানুষজড়ো করত রীতিভ্রষ্টতার অভিযোগে
গোল হয়ে ঘিরে ধরতো প্রবল উত্তেজনায়
আর এখন, একজন মানুষেই ফাঁকা হয়
হাজারটা মানুষের বাজার, বাগান;
কেন হয়! জানিনে, তবে জানবেন,
জেনে রাখুন ,করাত কলের এই করাতী
কোনদিন কোন ধারাল অস্ত্রে হাত রাখেনি ।
করাত কলের সামান্য করাতী আমি
কোনক্রমেই কবি নই, লেখক নই;
আমি কেবল শব্দের গুড়িগুলোকে চিঁড়ে নিয়ে
থরে থরে তক্তা বানাই চাহিদামাফিক
তারপর পেরেক ঠুকতেই দাঁড়িয়ে যায়
শব্দের আলমিরা, কিংবা শখের বুকসেলফ।
আমি এখন সত্যিই বেকার নই
আমি এখন ক্ষুধিত কষ্ট ভোগ করিনা
করাত কলটায় করাত চালিয়ে যা পাই,
করাতী জীবন আমার তাতে বেশ চলে যায় ।
©somewhere in net ltd.