নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ নতুবা স্মৃতিবিভ্রম

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

স্মৃতিচারণ নতুবা স্মৃতিবিভ্রম
....... শাহজাহান পারভেজ

ছোটবেলার সেই মনু মন্ডল
চোঁয়ালে চোঁয়াল চেপে যেদিন
নেড়ী কুকুরটার লেজ কেটে নিয়েছিলো
বিশ্বাস করুন, সেদিন খুব কষ্ট হয়েছিলো আমার
সেদিন বুক ফাঁটা কষ্টে তবু কাঁদতে পেরেছিলাম
অথচ এখন শত কষ্টেও
গলা কাটা মানুষ দেখে আমি কাঁদতে পারিনা।

এখনো মানুষগুলো গোলাপ শুকলেই গন্ধ পায়!
আর ছেলেবেলার সেই আমি এখন
গোলাপ বলতেই বুঝি কালো কালো পুলিশ
রাত এলেই বুকের ভেতর শুনি
ঝিঁ ঝিঁ'র শব্দে তাল মেলানো
সৈনিকের মার্চপাষ্টের নৈবদ্য
অজস্র গুলিতে চলতে থাকা
অপারেশান এঁদো গলি,২৫/১, জি.এম রোড ।

চারতলার নিচের বাগানে যে সুশীলা রমনীগুলো
গাছের গোড়ায় জল ঢেলেছে এতদিন,
দায়িত্ব পূনর্বন্টনে আজ মালির ঝাঁঝড়ায়
গ্যালন গ্যালন রক্ত মাটি গলে উঠে যায়
শেঁকড়ের বুকে তারপর, যে ফুল ফোঁটে
তাতেও রক্তের দাগ ছোপ ছোপ;
শহরজুড়ে শিশুগুলো আজ চেটে খায় বারুদের দুধ
রমনীগুলোর চুম্বনে কারা যেন ফিরে পায় বারুদপোড়া ঘ্রাণ।

দু'কলম লিখার দোষেই হয়তো হবে!
ঘুমের মধ্যে কারা যেন প্রবল শাসিয়ে যায়
যাদের কখনোই আমি দেখিনি, চিনিওনা;
প্রবল অভাবে তাদের কাছে টাকা ধার চেয়েছি কিংবা
দ্বিপাক্ষিক কোন লেনদেনে জড়িয়েছি বলে মনেও পড়েনা
আটোসাটো অবস্থায় পেয়ে তবু কেন যে তারা বলে যায়--
বেশি বাড় বেড়োনা ভায়া! বাড় বেড়োনা
বাড় বাড়লে আজকাল ঝড়ে ভাঙ্গেনা ধড়ে ভাঙ্গে।

অম্বলজনিত অরুচিতে বাঘ, বেড়াল কুকুর ঘাস খায়
আসুন আমরাও চরি নয়নজুরিতে
ঘাস খেতে খেতে মনে করি – আমরাও মাংসাশী
কিন্তু কবে থেকে মনে করতে পারছি না , কিছুতেই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.