![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
উল্টোরথ
.... শাহজাহান পারভেজ রনি
যা-ই বল বাপু এটা কিন্তু একদমই ঠিক করছোনা
কবিতার ছলে যার তার ছাল ছাড়াচ্ছো
ইচ্ছেমতোন খিস্তির বমি ছড়াচ্ছো পাড়াময়
আবার শুনলুম লিখতে গিয়ে আজকাল
মানব্যবরদের উদ্দেশ্যে ঝাল ঝাড়ছো ইদানিং;
না বাপু এটা ভীষন অন্যায়!
মারুক কাটুক আমরাই তো উনাদের সম্মানিত ভোটার
হাজার হোক আমরাই তো উনাদের জিতিয়েছিলাম।
তুমি কি হয়েছো হে! দু'দিনের ছোকরা
দু'কলম লিখতে শিখেই যা খুশি তাই লিখছো!
কারা রিলিফের গম মেরে খায়
কারা সন্ধ্যে নামলে বিধবার দরজায় টোকা দেয়
কারা ইশকুল ভেঙ্গে লোকাল কমিটির অফিসে
গঞ্জিকা ফুঁকে তাস পেটায়,
ফকিন্নির পুঁতগুলো চকচকে বাইক চড়ে কার পয়সায়!
সেটা দেখবার জন্যে অনেকেই আছেন
এসব নিয়ে তুমি কেন কলম পিষছো গায়ে পড়ে!
এসব দেখার তুমি কে হে বাপু!
যা-ই বল এটা কিন্তু মোটেও ঠিক করছোনা তুমি
যা লিখছো সব ছাতার মাথা, বাদ দাও
নাক বাড়িয়ে সিঁদুর নিওনা
দরজা জানলা আটকে বেশতো আছি
ডেকে বাঘ জঙ্গলের, ঘরে তুলোনা
সর্বনাশ হবে মহাসর্বনাশ হবে
বরং যেভাবে চলছে চলতে দাও
কথা বলোনা!
©somewhere in net ltd.