![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
রাজনীতি
..............শাহজাহান পারভেজ রনি
ভোটের বাকস ভরতেই তিনি বদলে গেলেন
গদিতে বসতেই তিনি আরো বদলে গেলেন
তারপর ঘুমের ভেতর ছেলে বুড়োর চিৎকার
বাঘ এসেছে পালাও পালাও।
পারিষদের টেবিলে ছোলা ভাজা গোশত কাবাব
খেতে খেতে শুরু হলো রাজ্য পরিচালন
মিউনিসপ্যালটির ড্রেনে চলল ডুবুরির মুক্তো সন্ধান
পুলিশ কর্তার গলদঘর্ম চেহারায় উঠে এলো গর্তের কালসাপ
গোটা রাজ্যে রাতারাতি সাপের ব্যাবসা হয়ে উঠল রমরমা
অত:পর তিনি ওঝা হয়ে বিষ নামানোর আশ্বাস দিলেন
সবাই বিছানায় গিয়ে নিশ্চিন্তি ঘুমিয়ে পড়লো
ঘুমের ভেতর আবার শোনা গেল সেই চিৎকার
বাঘ এসেছে পালাও পালাও!
কোতোয়ালীতে গোটা কতক ডায়েরী হলো
বলা হল - ঘুমের ভেতর প্রাননাশের হুমকি আসছে, ব্যবস্থা নিন;
সেই মোতাবেক আবার মিটিং বসলো পারিষদে
স্বাস্থ্যমন্ত্রকের গভীর বিশ্লেষনে উঠে এলো
অক্সিজেনের অভাবে হ্যালুসিনেশান হয়,
অতএব বেশি করে গাছ লাগানো জরুরী
শুরু হলো পরিবেশ মন্ত্রকের বাঁশপোতা কর্মসূচী
অত:পর কচু-শুটকির চচ্চরি খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল
ঘুমের ভেতর আবারও শোনা গেল সেই সমোচ্চারিত চিৎকার
বাঘ এসেছে পালাও পালাও!
ভোটের বাকস ভরতেই তিনি বদলে গেলেন
গদিতে বসতেই রামছাগলগুলোর ডাক-ডুকে বৈপ্লবিক পরিবর্তন এলো
এখন রামছাগলগুলোও বাঘের মতো ডাকতে শিখেছে
হালুম হালুম!
©somewhere in net ltd.