![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বিশেষ দ্রষ্টব্য:
.......শাহজাহান পারভেজ রনি
ও দাদা ও দিদি, ভাববেন না যেন
কলম কাগজ নিয়ে আমি ইয়ার্কি মারি
কিংবা ভাববেন না প্রেমের কসম কেটে
নাওয়া খাওয়া ভুলে প্রেমের রামায়ন লিখি
কিছু কথা বলতেই হয়, না বললে ব্যামো হয়
গ্যাস্ট্রিক আলসার কিংবা অজায়গায় চুলকুনি হয়
চেপে যাও বললেই চাপা যায়না
চাপেও পার্শ্বপ্রতিক্রিয়া আছে
তেলাজ ঠাকুরের রাজ্যে
কতেক সত্য বলতে এসেছি
ন্যাকামি করতে আসিনি।
কোন বাড়ীর কাজের মাসির কি কাজ
কোন বাড়ির বুড়ো হারবাল প্রোডাক্টে ফল পাচ্ছেন
কারা পাবলিক বাসে মহিলা দেখলেই শিং চালান
ঘরে ফিরে কারা বউয়ের আঁচল সরিয়ে
রগরগে ভালবাসার তামশা করেন
ওসব দেখতে আমার বয়েই গ্যাছে;
বেশি কিছু নয় আমি কেবল বলতে এসেছি
ক্ষমতা পেলে বুদু পাল সেও পালে হাওয়া লাগায়
আম-আদমী কে একলা পেলে সেও শেখায়
অ' তে অজগরটা আসছে তেড়ে
ক'তে কবিতা আমি খাব পেড়ে!
ও দাদা ও দিদি ভাই ভাববেন না যেন
কলম কাগজ নিয়ে আমি ন্যাকামো করি
কিংবা ভাববেন না ডানের হেঁসেলে আমি বামের মসলা পিষি
ফরমাশ খাটা চ্যাংড়াগুলো যারা একদিন হরদম চাকু চালাতো
বিঁড়ি ফুঁকতে ফুঁকতে পৌছে গ্যাছে মদের ঠেকে
বেশি কিছু নয় আমি তাদের বলতে এসেছি
তেলাজ ঠাকুরের রাজ্যে নেংটি ইদুরগুলো
কিভাবে দখল করে নেয় যোদ্ধার চালের হাঁড়া
দ্যাখো দ্যাখো! বাংলা সিনেমার এই তো সুদিন।
বি:দ্র:- কলম কাগজ নিয়েছি বলে
কেউ ভাববেন না যেন
এটা আমার ছেলেমানুষী
রক্ত চড়ে গেলে দু'ঘা আমিও দিতে জানি।
©somewhere in net ltd.