![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভেঙ্গে যাওয়া দিনকাল
..........শাহজাহান পারভেজ রনি
কিসের আশায় তোমার এমন উন্মুখতা
আমি বুঝি গো বুঝি;
আর বুঝি বলেই বলছি শোনো-
তোমায় দেবো, তেমন কিছু-ই নেই আমার
যা ছিল তা অনেক আগেই খরচ করেছি
যেটুক জমিন ছিল পদ্মায় গ্যাছে
আর যা আছে তাতে ধান ফলেনা
ফলে একগাদা শব্দের আগাছা।
ছেলেবেলায় পাওয়া দু'চার আনা রোদ
কৈশরের ভরা ভাদর ,পোয়াতী চাঁদ
নগর যান্ত্রিকতায় পুঁড়তে পুঁড়তে
দ্যাখো সলতে খুঁজে বেড়ায়;
লাল শাপলার নান্দিয়ার বিলে
দাঁপিয়ে চলে দাঁতাল ট্রাক্টর
এখানে গভীরতা নেই বলে
চাইলেই দিতে পারবোনা সাদা ঢ্যাপরের ফল।
মড়কজয়ী এই বাস্তুহারা পৌরুষ নিয়ে
আমি আজ শব্দ বীজে লতাগুল্মের আবাদ করি
যেটুকু জোৎস্না অবশিষ্ট ছিল মাথার উপর
গত ক্ষরায় তাকেও জামিন দিয়েছি কলমের পেটে;
ভালবাসতে গিয়ে আমি আজ
মরা বাবলার হেলানে কেবলই আকাশ দেখি
প্রত্যাশিত গাং ফেরত শালিকের শুন্যতায়
সেখানে অহর্নিশি কেবলই কালো কাক।
তেমন কিছুই নেই আমার, যা ছিল
বৈশাখের বুঁনো ঝড় সবই তার মাটিতে দলালো
শরনার্থী জীবনে আমার বলতে এই বুকটা-ই আছে
সেখানে আজ ধান ফলেনা
ফলে একরাশ শব্দের আগাছা
বেঁচে-বর্তে থাকতে গেলে
দু'মুঠো ভাত যে তোমারও প্রয়োজন, আমি জানি
অতএব এমন উন্মুখতা তোমার সত্যিই চলেনা।
নিবৃত হও এমন উন্মুখতা তোমায় মানায় না।
©somewhere in net ltd.