নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

অপ্রচলিত আকাঙখা

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

অপ্রচলিত আকাঙখা
...........শাহজাহান পারভেজ রনি

বড় হয়ে আমার অনেক কিছুই করার কথা ছিল
বড় হয়ে আমার অনেক কিছুই হওয়ার কথা ছিল।

বড় হয়ে আমার ডাক্তার হবার কথা ছিলনা
বড় হয়ে আমার ইঞ্জিনিয়ার হবার কথা ছিলনা
বড় হয়ে আমার তুখোড় মাস্তান হবার কথা ছিল
ষন্ডা-পান্ডাসমেত
চাক্কুওয়ালা হবার কথা ছিল
মস্ত গদাধারী হবার কথা ছিল ।

যে দোকানী জরিনার হাতে চালের বদলে
গুঁজে দিয়েছিল একশ টাকার কড়কড়ে নোট
যে পুরুষ একলা পেয়ে ছিঁড়ে ছোবড়া করেছিল
তিনকুল হারা এতিমটাকে
কথা ছিল একলা পেয়ে তাদের দু'জনকে
উদোম করে বেদম ছাল ছাড়াবার
বড় হয়ে আরো যা কথা ছিল
তা ছিল নিতান্তই আমার ।

বড় হয়ে রেশনের দোকানটায় আগুন দেবার কথা ছিল
ঘাগুর ভিটেয় আমার ঘুঘু চড়াবার কথা ছিল,
যে সুদখোর প্রবল প্রতাপে একদিন
মায়ের উপর হাত উঠিয়েছিল
বড় হয়ে তাকে আমার একহাত দেখে নেওয়ার কথা ছিল,
একদিনকার ছেলেবেলায়
অনেক দেখে শুনেও যা পারিনি
বড় হয়ে গুনে গুনে আমার সেগুলো-ই করার কথা ছিল
কথা ছিল চ্যাগার চেয়ারে পা ঝাঁকিয়ে তামুক টানার
বড় হয়ে আরো যা কথা ছিল
তা ছিল একান্তই আমার।

বড় হয়ে তোমাদের ঐ আকাশটাতে ভাত ফুঁটিয়ে
লংকা চটকে খাওয়ার কথা ছিল
তোমাদের ঐ সূর্যটাকে টাকশালে পুরে
পাঁচ সিঁকের প্রচুর আধুলী করবার কথা ছিল
কথা ছিল নদীটাকে ভুলিয়ে ভালিয়ে
তোমাদের শহরে লেলিয়ে দেবার
কথা ছিল ঠ্যাংয়ের উপর ঠ্যাং দুলিয়ে
সুখের পিঠে শরীরটাকে এলিয়ে দেবার
এরপরেও যা কথা ছিল
তা ছিল একান্তই আমার ।

সামনের বেঞ্চের জুয়েল গুলো যা করেছে
পেছন বেঞ্চের গবেটগুলো যা হয়েছে তা নয়
কথা ছিল তার বিপরীতে
যা হয়েছি তারও বেশি হবার
এরপরেও যা কথা ছিল
তা ছিল একান্তই আমার।
তা ছিল নিতান্তই আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.