নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

একটু লজ্জিত হতে চাই

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

একটু লজ্জিত হতে চাই
..........শাহজাহান পারভেজ রনি

ধন্য হবোনা খানিক লজ্জিত হবো
একটু লজ্জিত হতে চাই।

আজ অব্দি এক কিসিমের বধির
যারা কখনো শুনতেই চায়নি
হাড় জিড়জিড়ে উলঙ্গ শিশুর আর্তনাদ
গুলিয়ে ফেলেছে শিশু আর শুয়োরের কান্না
প্রাচুর্যের আখিরাত গড়তে মেরেছে ভিখীরির হক
তাদের চকচকে বিএমডব্লিউ দেখে ভাবছি-
ধন্য হবোনা, খানিক লজ্জিত হবো
একটু লজ্জিত হতে চাই।

আজ অব্দি যাদের কোন লংমার্চ ছিলনা
ধর্ষিতা কিশোরীর রক্তাক্ত লাশ অভিমুখে
শুয়োরের বাচ্চা-ধর্ষকের উদ্দেশ্যে
যারা একবারও দিতে পারেনি এ ধরনের ন্যুনতম গাল
প্রবল উষ্মায় একবারও থুথু ছেটাননি নিজের আয়নায়
তাদের সম্মানে আয়োজিত জনসমুদ্রের গর্জন শুনে ভাবছি-
ধন্য হবোনা, খানিক লজ্জিত হবো
একটু লজ্জিত হতে চাই।

আজ অব্দি যাদের মুরোদ হয়নি
এক কাদি কাচকলা ফলাবার
হাজার সমস্যার সমাধানে যারা টেবিলে টেবিলে
বেচে বেড়ান উন্নয়নের সহজ পদ্ধতি অথবা
লুলু পাগলের ফোঁড়াতেও যারা পুঁজিবাদের গন্ধ পান
তাদের পোল্টিবাজির গণতন্ত্রবোধ দেখে ভাবছি-
ধন্য হবোনা , খানিক লজ্জিত হবো
একটু লজ্জিত হতে চাই।

আজ সকালে আড়ষ্টহীন লুলু পাগল
তাদের উদ্দেশ্যে যখন ন্যুনতম গালিটা ছুঁড়েছিল
বিশ্বাস করুন,
আমি লজ্জিত হইনি
আমি ধন্য হয়েছিলাম।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.