নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

মিছিলেই ছিলাম

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

মিছিলেই ছিলাম
.....শাহজাহান পারভেজ রনি

অক্ষমতা স্বীকার করছি-- আমার ভালবাসায়
তোদের মতো মেকাপ ছিলনা
সত্যিই ছিলনা।

অথচ জন্মপদ্ধতিতে কি অদ্ভুদ রকম মিল ছিল আমাদের
প্রথম আলোয়
একই সুরে কেঁদেছিলাম
মায়ের স্তনেও একই কায়দায় মুখ বাড়িয়েছিলাম
তবুও তো জন্মেছিলাম!
মাকে প্রথম যেভাবে ডেকেছিলি
আমিও তেমনিই ডেকেছিলাম
মা'কে মা বলেই ডেকেছিলাম।

আহত গোলাপের বোঁটা ছুঁয়ে
প্রেমিকার গোলাম হয়ে বলতে পারিনি-
তোমায় ভালবাসি ভালবাসি ভালবাসি
আমি পারিনি, কখনো-ই পারিনি
বলতে পারিনি আমি-
দুনিয়া চুলোয় যাক তুমি আমার!
তোদের মতো প্রেমিক হতে
তোদের মতো মানুষ হতে
অন্তত: আরো একটা সহস্রাব্দের প্রয়োজন ছিল আমার।

অক্ষমতা স্বীকার করছি-- আমার ভালবাসায়
তোদের মতো মেকাপ ছিলনা
সত্যিই বলছি।

তোরা যখন নিজের মতো করে ঘর পেয়েছিলি
আমি পেয়েছিলাম জনপদ জোড়া ধুলো,মাটি
তোরা যখন ভালবাসতে গিয়ে উজাড় করেছিস
বিশ্বের তাবৎ ফুলের বাগান
আমি সেইসব বাগানে সবুজ ফড়িংয়ের কান্নায় সুর মিলিয়ে
শোকাহত চিৎকার করেছি ;
সত্যিই বলছি ঘাস ফড়িংয়ে মৃত্যুতে
সেদিন বিলাপ করেছিলাম আমি ।

শেষমেশ ভালবাসতে বাসতে তোরা জোকার হলি
আর আমি প্রাচুর্যের পথে ছেড়ে দিলাম
ভেতরের মিছিল বিমুখ কুকুরের বাচ্চাটাকে;
যখন তোদের মখমল মন আয়েশে শুনেছে সুখের ধ্রুপদী
তখন শুন্য হাড়িতে কান পেতে আমিও
শুনেছি হরদম মিছিলের ঝাঁঝালো শ্লোগান;
সে শ্লোগানে গোলাম হবার কোন আকূতি ছিলনা।

অক্ষমতা স্বীকার করছি-- আমার ভালবাসায়
তোদের মতো মেকাপ ছিলনা
তোদের ভালবাসায়
মিছিলটাকে যখন
জিতে নিয়েছিলো প্রেমিকার দু'হাত
তখন আমার ভালবাসার
একটা-ই দাবী ছিল
রাজাকারের ফাঁসি চাই!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.