![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
তবুও অপেক্ষা
....... শাহজাহান পারভেজ রনি
সুমিত্রা-
যখন তোমার ছিলো ষোলর টান,
ছিলাম আমি কুড়ির ট্রেনে বসা
তোমায় ছুঁল ফাগুন ফুলের মৌ,
আমার তখন উথাল পাথাল দশা।
নাওয়ার কথা ভুল হতো একদিন,
পেটে গ্যাছে পেটের ক্ষিদে বসে
তখন তোমার ভীষন রকম আমোদ
মৌ চাকটাও পূর্ণ মধু রসে।
একটু গাঢ় হলেম আমরা দু’জন,
একটু কাছে ঘেষলো দুটি দেহ
চোখের তারায় প্রেমের খোয়াব দেখে,
প্রেমের গাঙে ডুবল আপন কেহ।
আকাশ সেথা রোদের আলোয় ভেজা,
প্রাণের ভেতর হলুদ পাখির গান,
চরের উপর পলির মিহিন দানায়,
উঠলো জেগে তিসির বনে প্রাণ।
তারপর-
হঠাৎ দেখি ফাটকা বানের জলে,
ভাসিয়ে নিল প্রান যমুনার কুল
আমার আমি হারিয়ে জলের তলায়,
হাতরে পেলাম ভুল পিরিতের ফুল।
যখন আমার দাঁড়িয়ে যাবার কাল,
তোমার তখন ফিরে যাবার তাড়া
শুণ্যে আমার কাঁন্না গেলে ভেসে,
তোমার প্রাণে পুলক দিশেহারা।
চোখে তোমার তখন আগুর মাস,
আমার চোখে ভাদর মাসের বিল
সাঁকোর নিচে ঘোলা গাঙের বুক,
ঢেউ ছুঁয়েছে ভাদুরে গাং চিল।
এরপর-
কেউ পাইনি আপন করে আর,
যেমন করে পার করেছি বেলা
অনেক অচিন মানুষ হলে তুমি
ভুলে গেলে ভেজা বালুর খেলা।
অনেক দিনে বছর গেলো চলে
অনেক জলে মরলো কুমার নদ
তোমার ধরা আজো অনেক বড়
অনেক সুখে স্বচ্ছ জলের হ্রদ!
জানো প্রিয়ে আজো আমি একা
চাইনি কারো চোখে পূর্নবার
একলা আছি একলা জীবন নিয়ে
ক্ষরায় পোড়া ধুসর চারিধার।
অত:পর-
শেষক'টা দিন চাইছি প্রাণে তবু
আবার যদি ফুল হতো ভুলগুলো
আসতে বেজায় লাজুক রাঙ্গা চোখে
উড়িয়ে দিতাম শিমুল দিনের তুলো!
সুমিত্রা-
এখন আমি প্রথম সারির সওয়ার
ডাক এলে যে যাত্রা সুনিশ্চিত
তোমারও তো অনেক বেলা হলো,
জমাই এসো আসছে মাঘের শীত।
©somewhere in net ltd.