নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

তেনারা বেশ চিন্তিত

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

তেনারা বেশ চিন্তিত
.........শাহজাহান পারভেজ রনি

চ্যাংড়াগুলোর খুব বাড় বেড়েছে
এভাবে চলতে পারেনা এর একটা বিহীত দরকার
ঘর, পাড়া, সমাজ কিংবা সংসদে কোন একদিন
এমন কথা উঠতেই পারে
বেতার টেলিভিশনে এমন বাজনা বাজতেই পারে!

যেভাবে বেওয়ারিশ কুকুর গুলোকে সাঁড়াশি চেপে মেরে দেয়া হয়,
প্রতিবাদী নিধনে হয়তো কোন একদিন
মিউনিসিপ্যালটির মাসব্যাপি অভিযান শুরু হবে
হতেই পারে;
হলে আশ্চর্য হবোনা আমি
কারন চ্যাংড়াগুলো আসলেই খুব বাড় বাড়ন্ত।

প্রতিবাদ প্রতিবাদী ঠেকাতে ভীষন রকম
কসরত চলছে এ তল্লাটে;কোন একদিন
প্রতিবাদে লিকার ছড়াতে কেউ একজন বলে বসবে -
"ওই মিয়া, এইটা প্রতিবাদ হচ্ছে নাকি বউ আদর !"
কি মুশকিল তাই বলে খিস্তি দেবো?
খিস্তি দিয়ে প্রতিবাদ হয়!
জানেন তো খিস্তি দিলেও বিপদ
রাষ্ট্র তার পাঞ্জা ছক্কা দেখাতে একচুলও ভুল করবেনা
অত:পর পাগলা! গারদ ঘুঁটে খা।

ডাল- ভাতের বন্ধুগুলো প্রতিবাদে ঠিক বসেনা;
সুনির্দিষ্ট কারনে হয়তো কোন একদিন
প্রতিবাদী বন্ধুর সঙ্গ ছাড়বে সুশীল ইয়ার দোস্তের দল
কে থাকে এটম বোমার সাথে;
কলমে প্রতিবাদ করবেন! উপায় নেই
সম্পাদক মশাই ছবির পরিচালকের মতো করেই বলবে-
" আহ্ হা ভায়া সামলে সামলে, বেরিয়ে যাচ্ছে যে! "; কি করবেন বলুন!
টবে পোঁতা গাছটাকে কেটে ছেঁটে মহীরুহ হতে বললেই হলো , হয়?
হয়না; শেষমেষ যা হয় তাকে গাছ বলেনা; বনসাঁই বলে।

চ্যাংড়াগুলো খুব বাড় বেড়েছে
এভাবে চলতে পারেনা এর একটা বিহীত দরকার
ঘর, পাড়া, সমাজ কিংবা সংসদে কোন একদিন
এমন কথা উঠতেই পারে
এতে আমি অন্তত: আশ্চর্য হবোনা;
কারন আমি জানি -
চ্যাংড়াগুলোই যুগে যুগে খবরের শিরোনাম ছিল।
আঁধারের যন্ত্রনায় চ্যাংড়াগুলোর বাড় বেড়েই চলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.