![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সম্প্রদানে শুন্য
পাছে তুমিই হেরে যাও
এ আশঙ্কায় আমি কখনো জিততে চাইনি।
তোমাকে জেতাতে গিয়ে
হারিয়েছি
কড়কড়ে নোটের মতোন এক একটা পূর্নিমা
দেখা হয়নি কার্পাস তুলোয় চাঁদ ছোঁয়া মেঘ।কারন?
ঈশ্বরের মতো তুমিও ঢের জানতে সেটা
ভরা পূর্নিমার কসম, তোমায় ভালবাসতাম ।
মেঘালয় থেকে নেমে আসা একদল বুনো হাতির মতো
তোমার পাকা শস্যের ক্ষেতটাকে
প্রচন্ড মাড়াতে আমিও পারতাম
উল্টো আমি জিতে যাই বলে
মশাল জ্বেলে পাহারায় পাহারায়
তাড়িয়েছি ভেতরের বুনোহাতির পাল।কারন?
ঈশ্বরের মতো এটাও তুমি বেশ জানতে
গাঢ়ো পাহাড়ের কসম, তোমায় ভালবাসতাম ।
ইচ্ছে করলে আমিও পেতে পারতাম
চকচকে ঘুমের মলাটে সুখোত্তেজক স্বপ্ন
ছাদময় ঘুরে আমিও ফুঁ দিয়ে উড়াতাম শিমুলের ঘুড়ি;
নারকোল পাতার বাঁশিতে ঔষ্ঠ গেঁথে
তুমুল বাজাতে আমিও পারতাম;
বোধয়,তোমার হাসিটাকে কাড়তে চাইনি বলেই
বারোটা বসন্ত ভাঙ্গার দায়ে তোমায় অভিযু্ক্ত করিনি
তোমাকে অপরাধী বানানোর অপরাধে পুড়তে চাইনি আমি; কারন?
ঈশ্বরের মতো উক্ত-অনুক্ত সব তুমিও জানতে,
আগামী বসন্তের কসম, তোমায় নির্লজ্জ ভালবাসতাম !
সুমিত্রা ,
আমার ভালবাসার কথা
ঈশ্বর জানে জানুক অন্য কাউকে বলোনা ; কেননা
মানুষ এখনো ভালবেসেই বাঁচার স্বপ্ন দ্যাখে।
©somewhere in net ltd.