![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সুবিধাবাদ জিন্দাবাদ!
হাসছো যে !হেসোনা হেসোনা।
এ দেশে হাসলে ভীষন বেয়াদবী হয়
বরং কাঁদো ; কাঁদলেই কান্নাটা ইস্যু হবে
চীর দু:খীর দু:খে কাঁদবে নেতা এবং তার নেতা
অত:পর নাকের ডগায় উড়বে মাছি
জানো তো মাছি কোথায় কেন ওড়ে!
তবুও হাসছো! থামো থামো।
বেশি ঔদ্ধত্য দেখিওনা , ঔদ্ধত্যের ক্ষমা প্রায়শ:ই হয়না এদেশে
বরং নত হও; নতজানু মানুষ ওনাদের ভীষন প্রিয়
নতজানু মানুষের জন্য রাজনীতিটা এদেশে সহজ
অত:পর রাজনীতি চলতে থাকে বাধাহীন মসৃণ
অজানা কারনে ভাগাড়ের মাছিগুলোও বাস্তুচ্যুত হয়।
হাসিটা থামালে না যে ! থামো ভায়া,থেমে যাও।
কলমটাকেও সংযত কর ; না হলে দেশ ত্যাগের নোটিশ
বরং কলমটাকে অনুগত শিম্পাঞ্জি বানাও প্রশিক্ষিত কর
দেখবে বাধ্যগত প্রানীটাকে রাষ্ট্রীয় ভরনপোষন দেয়া হবে
অত:পর শিম্পাঞ্জির মতো তুমিও রাজনীতির কোটে পোষ্য হয়ে যাও
ইনসেক্ট কিলার যৌক্তিক কেননা মাছিগুলোর পরবর্তী গন্তব্য বিবেক।
সব ঠিক আছে। এবার হাসতে পারো।
এ দেশে ওনাদের সুরে সুর মেলানো দোষের নয়, গুনের;
বরং চুপ থেকে কোনো ঐতিহাসিক ভুল করোনা, ইতিহাস ওরাই লেখে
গ্যারান্টি দিচ্ছি তুমিই হবে রাজনীতির পরবর্তী কলিযুগ।
©somewhere in net ltd.