![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
খোদা! যিশুকে বাঁচিয়ে রেখো
.............শাহজাহান পারভেজ রনি
সেখানে জীবনের কোন ব্যারিকেড ছিলনা, কাঁটাতার ছিলনা,
সেখানে জীবনের নিশ্চয়তা ছিলনা, ছিলনা প্রশান্তির মৃত্যু;
সেখানে বসতি ছিল, জীবন ছিল
মারনাস্ত্রের আঘাত ছিল, রক্ত ভেজা বালিশ ছিল
আর ছিল জীবনের গায়ে মৃত্যুর বারুদমাখা যন্ত্রণা
আর ছিল বোমার বিদীর্ণ হওয়া ছোট্ট যিশুর বুক।
এবং ইশ্বরের কাছে, হত্যারকারীর বিরুদ্ধে আমার নিস্ফল নালিশ ছিল।
এই ধরিত্রীর ময়দানে, কেউ কি আছো
যারা বধির নও! কিংবা শুনতে পাও সন্তানের মুখে বাবা ডাক
কেউ কি আছো?
কেউ নেই!
সেখানে মায়ের নিশ্বাসে বারুদ ছিলনা, ছিলনা শিশুর হাতে বিষ্ফোরক
সেখানে কোনো নাৎসি ছিলনা, ছিলনা একজন হিটলার
সেখানে ঘর ছিল, ঘর জুড়ে যিশু ছিল
বাতাসে বারুদের গন্ধ ছিল, প্রান্তর জুড়ে আহাজারী ছিল
আর ছিল মৃত মায়ের স্তনে শিশুর ব্যার্থ বিলাপ, নিষ্ফল আদর অন্বেষণ
আর ছিল সারি সারি পড়ে থাকা ছোট্ট যিশুগুলোর ক্ষত-বিক্ষত লাশ।
এবং খোদার কাছে গজবের জন্য আমার একটা ফরিয়াদ ছিল।
এই সভ্যতার সম্মিলনে কেউ কি আছো
যারা অন্ধ নও !কিংবা দেখতে পাও আপন সন্তানের মুখ
কেউ কি আছো?
কেউ নেই!
হে খোদা! হে ইশ্বর! হে ভগবান!
অন্ধ বধিরের এ যুগে
আর একটা প্রলয় চাইছি আর একটা ধ্বংস চাইছি পশ্চিম আকাশে;
খেয়াল রেখো ওখানেও যিশু আছে
দেখো, ছোট্ট যিশুর বুক যেন আর রক্তে না ভেজে
এ প্রলয়ে মরিয়মকেও বাঁচিয়ে রেখো;
যেমন বাঁচিয়ে রেখেছো আমার ছোট্ট শিশু ও তার মা'কে!
...................( গাজায় ইসরাইলী বর্বরতায় নিহত সকল শিশু ও মা'কে উৎস্বর্গ করে আমার ক্ষুদ্র প্রয়াস)
©somewhere in net ltd.