নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

যে গাছ কথা বলবে

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

যে গাছ কথা বলবে
..........// শাহজাহান পারভেজ রনি //

জীবনের সাথে সহবাস করতে আসিনি
জীবনগুলোকে বর্ণমালায় সাজাতে চেয়েছি মাত্র
তোমাদের জীবন সহবাসে তোমরাই ফলাও
আকাঙ্খিত সুবিধাবাদ।

যে কৃষক কাঁদা-জল মেখে জমিনময় তোলে ফসলের ফোঁড়
নিপূন হাতে যার ধান থেকে মাটির হাঁড়িতে ফোঁটে মোটা চালের ভাত
শিশুর গায়ে নয়া পোয়ালের ঘ্রাণ শুকে যে কাটিয়ে দিল
আবাদের শত সহস্র বছর,
বর্নমালায় আমি তার কথাকে সাজাতে চেয়েছি।
জীবনের সাথে সহবাস করতে আসিনি
জীবনগুলোকে বর্ণমালায় সাজাতে চেয়েছি মাত্র।

যে শিশু পেটের দায়ে কালি ঝুট মেখে হারায় এক একটা সম্ভাবনার দিন
বুটে ব্রাশের ঝংকারে খরিদ করে টিবি আক্রান্ত পিতার পথ্য
যে শিশু বই এর পাতা ছেড়ে টানবাজারের পাতা ঘাঁটে পরিণত হবার আগেই
মুট টানা শরীরে বিড়ির নিবিড় টানে
যে গেয়ে চলে শাকিব পূর্নিমার গান
বর্নমালায় আমি তার কথা-ই গাঁথতে চেয়েছি।
জীবনের সাথে সহবাস করতে আসিনি
জীবন গুলোকে বর্নমালায় সাজাতে চেয়েছি মাত্র।

আঁধারের ডোবায় পড়ে যে নারী মৃত্যুকেই মেনে নেয় প্রথম মৃত্যুর আগে
শিশ্ন প্রধান সমাজে যখন নারীর সম্ভ্রম হয়ে যায় হাজারি নোটের পণ্য
লজ্জায় ঘেন্নায় আঁড়বন্দী কলমীর নিথর দেহে চোখ রেখে
যে পিতার চোখ হয়ে ওঠে জলহীন এক একটা পুকুর
টানবাজার নিলামে যে নারী পায় দলিত জীবনের নিখাঁদ আশ্বাস
খাম্বার হেলানে যে পাগল আজো গায় ভূপেন বাবুর গান
বর্ণমালায় আমি তাকেই বাঁধতে চেয়েছি।
জীবনের সাথে সহবাস করতে আসিনি
জীবনগুলোকে বর্নমালায় সাজাতে চেয়েছি মাত্র।

আলোকিত সেটে যে বয়েসী দেহগুলো নীতি বেচে খায় রাত এলে
সম্মানীর টাকায় যে সমাজতন্ত্রীর ঘরে ঢোকে পুঁজিবাদের মদ
গোপন সাক্ষাতকারে যে জনার্দ্ধন ভীষন লজ্জায় জিব কামরে ধরে
লেজুড় বৃত্তির যুগে যে তফাৎ দেখেনা রাজনীতির সাথে বেশ্যাবৃত্তির
যে লজ্জা পেয়েও নির্লজ্জের মতো হাসতে থাকে বিবেকের ল্যাংটা হয়ে
বর্ণমালায় আমি তার কথা-ই বলতে চেয়েছি।

চাষার কাস্তে- কুদালের জং, বিড়ি ধরে শিশুর বেদম টান
নারীর ঝুলন্ত সম্ভ্রম,বুদ্ধিজীবির নীতি ব্যাবসা-পচে জৈবসার হবে একদিন;
আমি বর্ণমালার একটা গাছ পুঁতে দ্রোহের জল দেব তাতে; গাছটা বড় হবে ।
গাছটা বড় হয়ে নিশ্চয়-ই ভীষন ফলবতী হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.