নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

মালতীর সেকাল একাল

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

মালতীর সেকাল একাল
// শাহজাহান পারভেজ রনি //

বউ বাজারে মালতী এখন তরকারি বেচে।

সকাল থেকে সন্ধ্যে খদ্দের আসে খদ্দের যায়
খদ্দের গুলো আলু পটল কচুরমুখী,
সাথে মালতীর দীর্ঘশ্বাসে ব্যাগ ভরে ঘরে ফেরে
দিন শেষে অনেক বেচা বিক্রির পর
মধ্যবয়েসী মালতী,দুটো কাঁচা পয়সা গতরে গুজে
বাড়ী ফেরে পেটের জন্য, মদে মাতাল শুয়ামির জন্য
দুগ্গা চাল-ডাল-নুন-তেল, আর চোলাই কিনে;
বালিশে মাথা রেখে পেটে ভাতে বাঁচাটাই এখন মুখ্য।

বউ বাজারে মালতী একদিন মাংস বেচতো।
একদিন মালতীর মাংসের দোকান বেশ রমরমা ছিল
দিন শেষে আপিস ফেরত বাবুরা, পাড়ার মাতাল মদক,উঠতি চ্যাংড়া গুলো,
সদাশয় বামুন ঠাকুর, থানার দারোগা, সোসাইটির আধিকারীক সবাই;
সবাই হুমড়ি খেয়েছে মাংসের দোকানটায়
আমিষের গন্ধে নিরামিষ ভোজীরাও সেদিন মাংসে বুঁদ হতো;
অত:পর বিক্রির পাট চুকিয়ে মালতী কোল
বিজর্সিত জীবনের যন্ত্রনায়
শীবের পায়ে গড় হয়ে কেঁদেছে
চাল ডাল নুন তেলের চাহিদা সেদিন মূখ্য ছিলনা।

বউ বাজারে মালতী একদিন মাংস বেচতো
বউ বাজারে মালতী এখন তরকারী বেচে
একদিন যারা মালতী কোলের মাংস খেতো
ব্যামোর চাপে এখন তারা তরকারী খায়।

মালতী কোলের তরকারী বেচা পয়সায়
চাল-ডাল-নুন-তেলের সাথে শুয়ামির চাহিদাও এখন বেশ মূখ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.