নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের গারদ

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

গণতন্ত্রের গারদ

হে রাজাধিরাজ,
আর কি দিলে তোমার সাধ মিটে হবে ষোল কলা
আতুড় ঘরের ভাড়া হিসাবে আর কত চাই তোমার?
হে রাজাধিরাজ,আর যে পারিনে!

বাপ দাদার ভিটে দিয়েছি
যেখানে রাত এলে কদমের বুকে নাক বিঁধে নিতাম গন্ধ
তাও দিয়েছি সাত পাঁচ ভাবিনি
তোমার শাসনের রুলে পিঠ জোড়া ফোস্কায়
এখনো কাতরায় আমার সন্ধিক্ষনের সন্তানেরা
একবারও তোমার চোখে প্রশ্ন ছুঁড়িনি;
হে রাজাধিরাজ,
আমাার কি পাপ ছিল, আমার কি দেয়ার আছে আর ?

চাষার পুত আমি স্বেচ্ছায় নিয়েছি পূর্বপুরষের ঘানি
যা বলেছো তাই বলেছি
যা দেখিয়েছো তাই দেখেছি স্বেচ্ছায়
কোন প্রশ্ন তুলিনি; না মুখে না বুকে
তোমার বেঁধে দেয়া আঙ্গিনায় ঘুরতে ঘুরতে
মাড়াই মৌসুম শেষে জুটেছে কেবলই দুই কাহন খ্যাড়
ধানের গন্ধে তোমার রাজ্য দেখেছে ধুন্দুমার
সাপটে দিয়েছি যা কিছু আমার।

হে রাজাধিরাজ,
আর কত পেলে চাবুকখানি থামবে তোমার?
স্বেচ্ছায় মেনে নেয়া দাসত্বে
তোমার কাছে কিছুই চাইনি কেবল দিয়েই গেলাম
গলায় দড়ি নিয়ে স্বেচ্ছায় তোমার গোয়ালে গিয়েছি
ফাটকে বেঁধে দুইয়ে নিলে রক্ত
আমি দিয়েই গেলাম; অধিকার গণতন্ত্রের ল্যাজে
কান চুলকে তুমি সুখেই থাকো
সুখের ভাগ চাইবার স্পর্ধা ছিলনা আমার।
হে রাজাধিরাজ,
ফাঁকফোকর গলে আর কি বাকী আছে নেবার, আমি যে আর পারিনে!

হে রাজাধিরাজ,
আর কি দিলে তোমার সাধ মিটে হবে ষোল কলা
আতুড় ঘরের ভাড়া হিসাবে আর কত চাই তোমার?
তবে তাই হোক রাজপথ রক্তে ভাসুক
রক্তে ভাসুক তোমার প্রমদতরী
হে রাজাধিরাজ!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.