নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

চাপে আছি

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯

চাপে আছি

অনেক তো হলো উল্টাপাল্টা; ভাবছি একটু সোজা হবো
উল্টাপাল্টা লিখায় অনেক চাপ আজকাল।

"ওসব লিখিসনে বাপ, ওদের হাতে অনেক ক্ষমতা,
আমাদের মতো মানুষের কি দরকার এসবে,বরং আমার বুকেই থাক দুধে ভাতে"
মা আমার নিজের লাভটা-ই দেখল সেদিন;
উল্টাপাল্টার অভিযোগে সেদিন ভীষন শাসিয়ে গেল পাড়ার পাতি নেতা-
বলে গেল আমি নাকি নেতার কাছা ধরে টানছি;
বলে গেল-" সেধে হ্যাপা কেন নিচ্ছেন ভাই! বাদ দেন না, ভজন কেত্তন লেখেন
বেঁচে থাকলে দুটো পয়সাও পাবেন"
ভাবছি সত্যিই এবার সোজা হয়ে যাব, যেমনটা
চায় পাড়ার পাতি নেতা, যেমনটা চায় আমার মা।

ভাবছি এবার সত্যি সত্যিই সোজা হয়ে যাব
দু গোছা চুড়ি কিনব আসছে রথের মেলায়
ভেতরের ত্যাড়াটার জন্য ওটা-ই সময়ের নিবেদন।

আজকাল থানার বড় বাবুও কেমন যেন তাকায়
নিজের অঙ্গপ্রত্যঙ্গ দেখি তারপর বলি- নাতো ঠিকই আছি
পুরুষ মানুষ হয়েই তো আছি; তবুও তাকায় আড়চোখে,লালচোখে
আমিও বুঝি, বায়ু সর্বদিকে সমান ভাবেই চাপ দেয়।

ল্যাংটা কালের বন্ধুটাও সুযোগ পেয়ে সেদিন ভীষন নিল আমায়
তার তামুকের ব্যবসায় নাকি বেশ ভাল লাভ আজকাল
গাড়ী করেছে দু'টো, চারতলা বাড়ী, বউয়ের শরীরের ওজনে নাকি
অনেক টাকাও পেয়েছে ও পক্ষ থেকে; সে আমায় ভীষন দিল সেদিন;
বলল " আরে ব্যাটা ও সব লিখে এ জমানায় কিচ্চু হবেনা, বরং বেঘোরে মরবি,
ঢের ভাল ওসব ছেড়ে ছুড়ে বউ বাচ্চার দিকে একটু তাকা, বেঁচে যাবি!"
আহারে আমাকে বাঁচিয়ে রাখার জন্য সবার কত চিন্তা
পাড়ার পাতি নেতা, থানার বড় বাবু, কিংবা ল্যাংটা কালের দোস্ত,
এরপরেও, আমি কি সোজা না হয়ে পারি! অন্তত: ওদের মুখের দিকে তাকিয়ে!

সেই ভাল বেঁচে থাকতে হলে শামুক হতে হবে, ভাবছি এবার শামুক হব
জনদরদী নেতাকে দিগম্বড় করে পেটানোর শখটা না হয় তুলে রাখলাম
একটা শুভ দিন ক্ষনের জন্য, আগে তো বাঁচতে হবে!
মোল্লা বাড়ীর পোয়াতী বউটা ক'দিন আগে ঘরের আঁড়ে ঝুলে গেল
জলজ্যান্ত নাদানেরা সবাই দেখেছি বউটার কোমরের কালসিঁটে দাগ, নাকের ভেতরে জমাট রক্ত
অথচ দারোগা শালা আত্বহত্যা বলে চালিয়ে দিল, ফরেনসিক রিপোর্টটাও একই কথা বলল!
উলটপালট বলেছি, দু'কলম লিখেছি বলে বাপের বাপ আমায় সোজা বলে দিল
কি হচ্ছে ভায়া, বলবেন না দেখবেন না; যদি দেখেন চেপে যান! লাগলে বলবেন!
কি সাংঘাতিক কেউ আদর করে এভাবে বলে?

সোজা হবো বলে ইটভাটায় ধ্রুপদীর বস্ত্রহরণ অধ্যায় আমি চেপেই গেছি
মা খুশি, পাড়ার পল্টু মাস্তান খুশী, থানার দারোগা, ল্যাংটা কালের বন্ধু, বড় মোল্লা,
এমনকি বাপের বাপ সবাই খুশী; কি আনন্দ আমি আজ সত্যিই সোজা হয়ে গেছি!

অনেক তো হলো উল্টাপাল্টা; ভাবছি সোজা হয়েই থেকে যাব ক'টা দিন
সবার মতো ভেতরের বিবেকটাও আজকাল বলতে শিখেছে
"চাপ নিও না, চাপ নিওনা, চাপ নিওনা,
বায়ু সর্বদিকে সমান ভাবেই চাপ দেয়
উল্টাপাল্টা লিখায় অনেক চাপ আজকাল"।

সুবিধাজনক প্রজন্মের চাহিদায় রাষ্ট্রীয় শ্লোগান হোক "আপনার শিশুকে গাঁজা দিন"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.