নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

প্রথম মৃত্যুর পরে দ্বিতীয় জীবন

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২

প্রথম মৃত্যুর পরে দ্বিতীয় জীবন

গয়না-গাটির শখ আমার কস্মিন কালেও ছিলনা,
চাওয়ার ছিলনা মস্ত রকম বিলাসীতাও
আমি কেবল প্রান চেয়েছিলাম, ক্ষরার আকালে যে প্রান নিয়ে
একটু বেঁচে থাকা যায় ঠিক তেমন একটা প্রান।

স্বপ্ন সবারই থাকে, বুকের ভেতর একটা এ্যাকুরিয়াম চেয়েছিলাম
মাছের নয় , সোনালী হলুদ ভালবাসার
চেয়েছিলাম খাই বা না খাই তোমাকে পেলে আমার সব হবে
প্রানের ভেতর একটা প্রানে দিনগুলো ভালোই যাবে
তুমি চোখ ছুঁয়ে আমার, এমন দিনের স্বপ্নই তো দেখিয়েছো
সংগোপনে সব রেণু আমি তোমার মাঝেই ছড়ালাম
তুমিও মুগ্ধ মাতালের মতো বুঁদ হয়ে থেকেছো।

আমি কেবল, একটা প্রান চেয়েছিলাম নিজের মতোন
একটা প্রাণ আপনার করে পেতে একদা কিশোরী কৃপণ আমি-
যা ছিল দেবার তা-ই দিয়েছি
প্রতি দশমীতে নিজেকে বিসর্জন দিয়েছি;
পার্থিব কোন লোভে নয়, একটা ঘরের চাহিদায়
ভালবাসার একটা স্বর্গের চাহিদায় তোমার হাতে দিয়েছিলাম
গামছায় বাঁধা সাধের যৌবন।

বেশি কিছু চাইনি,
আমি কেবল একটা প্রান দেবতা চেয়েছি নিজের ভেতর
একটা ঘর দু'জন মানুষ মাঝে রাজঁহাসের একটা বাচ্চা
ভালবাসা ভালবাসা ভালবাসা এইতো চেয়েছি
এর অধিক চাহিদায় কি চেয়েছি আমি , বলতে পারো !

এখন নাকি আমাকেই তুমি ভয় পাও, যেমন আঁধারে ভূত দ্যাখে দশজন
চিরচেনা সেই বিছানা চাঁদর, ফুলদানী কিংবা খোঁপার জবা
সব, সব কিছুতেই তুমি ফেরারী,
আজ তোমার দেয়া তুমিতেই তোমার ভয়
অথচ একদিন ঘরের স্বপ্নে আঁধার দেখে তুমি একটুও ভয় পাওনি
কূলে ভীত যে আমি একদিন কুল ছেড়েছিলাম
সেই কূলের ভয়ে আজ তুমিই গুটিয়ে গেলে শামুকের মতো,
স্বপ্ন দেখা মানুষ আমি শামুক নই নিজেকে মানবী-ই ভাবি আজো।

নিজেকে নিয়ে আর ভাবিনা, আর শখ সেও নেই এখন
ভেতরে যে উঠছে বেঁড়ে তার যে একটা পরিচয়ের প্রয়োজন,
পায়ে ধরি দাওনা ওর প্রাপ্য ওকে বুঝে?
ভেবোনা
রাঁজহাসের বাচ্চা নিয়ে দুরেই থাকবো,
যদিন বাঁচা যায় বাঁচবো স্মৃতিতে মুখ গুঁজে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.