নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

দুরত্ব মেনে নিলাম

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৫

দুরত্ব মেনে নিলাম
// শাহজাহান পারভেজ রনি //

তুমি দুরেই থাকো
তুমি ভালবাসা বোঝনা , তুমি দুরেই থাকো
তুমি সম্পর্ক না বুঝে শরীর ধরে কেবলই ঝাঁকাও-
তুমি দুরেই থাকো।

তোমার কাছে বউ কি আর বুয়া কি
শরীর ঘুঁটে ঘুঁটে তুমি কেবল তোমারটা-ই বোঝ
ভালবাসা বোঝনা, তুমি দুরেই থাকো।

তুমি আকাশ বোঝনা বৃষ্টি বোঝ, ফুল বোঝনা মধু বোঝ
তুমি কেবল ছোবড়া বিহীন তালশাসেই মাতাল
তুমি গাছ বোঝনা তুমি শেকড় বোঝনা ,তুমি দুরেই থাকো।

কতবার বলেছি এসো জোৎস্না মাখি ভরা পূর্নিমায়
ইনিয়ে বিনিয়ে তুমি তোমারটা-ই তুলে নিয়েছো
চামড়া মাংস নিয়ে খেলা করা মানুষ তুমি, জোৎস্না চেনো না;
চতুর তুমি আকাশ ফেলে মাটিতেই ডাংগুলি খেলো
দু'ইঞ্চি জমিনের পাক্কা চাষা তুমি-
মাটি দেখলেই উঠে পড়ে লাঙ্গল চালাও।

তুমি দুরেই থাকো
তুমি বুক আর পিঠের পার্থক্য জানো না
তুমি কেবল ভাগাড়ে মুখ রেখে ময়লা-ই ঘুটে খেলে
ভাতেই ম'লে, গরম ভাতের ভাঁপ নিলে না , তুমি দুরেই থাকো।

তুমি দুরেই থাকো
তুমি দেশ বোঝনা বিশ্বায়ন বোঝো
তুমি গাছ পেলেই ঝাঁকাও, আপনার অন্যের পার্থক্য বোঝনা-
তুমি দুরেই থাকো।

এই ভাল আছি, তোমায় নিজের না ভেবে কষ্টেই আছি
তবুও..... তুমি দুরেই থাকো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.