নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

একজন সাঁতি

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

একজন সাঁতি
..... শাহজাহান পারভেজ রনি।

জানি গো ভদ্দর নোক, আমি জানি।
মইলে পুরুত মিনসে আমার চিতা আটকাবে
পাপের পচা শইলে মাটি পাবোনে মোল্লা ঢ্যামনার
মইলে এই সাঁতির কপালে যে কূল জুটবেনে
সেটা আমি বেশ জানি, বেশ জানি।

ভদ্দর নোকেরা শোনো, সাবিত্রী'দি ও একদিন কূলের আশায়
এ পাপ পুরী ছেড়ে ঘর বেঁধেছিলো
শইল বেঁচে একদিন মন কিনেছিল নক্ষী কোল
ওদের পেটেও একদিন বাচ্চা এয়েচিল সুখের স্বপ্ন নিয়ে
ঢ্যামনার জাত, মিনসের জাত পেটে বাচ্চা সেঁধিয়ে পালিয়েও গেলো!
বেজন্মা নিয়ে সাবিত্রী দি, নক্ষী কোল আজো
গতর বেঁচে-ই খায়, কূল জোটেনি কারো।

জানি গো ভদ্দর নোক জানি। তোরা সব ঢ্যামনা-ই এক;
একদিন পুরুত মোল্লাকেও তো দেখেছি খমক করে
শইলের উপর ঠাকুর মোল্লা ইতর ভদ্দর সেদিন
বুনো শুয়োরের মতো চালিয়ে গ্যাছে ধাঁরালো দাঁত;
এখন বুঝি, মোল্লা পুরুত আর ঘরের শুয়ামীতে কোন ফারাক নেই
সব ঢ্যামনা-ই মেয়ে ছেলে পেলি শুয়োর হয়ে ‌ওঠে,
ও আমি বেশ জানি! ঘাটের মরাও জ্যান্ত হয়ে ওঠে কচি মেয়েছেলির গন্ধ পেলি।

এখন আমি সাঁতি নটি শিবের পাপ ধুঁয়ে শিবকে ঠাকুর বানাই
পাপের নিজ্জাস ভাসিয়ে গঙ্গায়
মাঠ ফসলে ছড়িয়ে দিই থ্যাকথেকে যাতনার রক্ত।
"চিতা চাইনে, মাটি চাইনে আমার; আমি চাই
সাঁতির পাপে একদিন সত্যিই তোরা সতী পূণ্যবান হবি
সভ্যির পেটে জন্মাবি স্বতীসাদ্ধীর ফুল"।

নোট: সভ্যি-- সভ্য, সভ্যিতা---সভ্যতা,থ্যাকথ্যাকে--- কর্দমাক্ত/ গলিত,নিজ্জাস--নির্জাস,শইল-- শরীর,নোক--লোক,খমক-- যন্ত্র বিশেষ,নক্ষী-- লক্ষী,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.