![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
তালা-চাবি
..............শাহজাহান পারভেজ রনি
জন্ম নিয়েই সিঁড়ি ছুঁলো পা।
পায়ে পায়ে হাঁটতে শিখেছি
বিলি কেটে দূর্বাদলের পিঠে
ভাঙ্গা বোলে ডেকেছিলাম মা।
পায়ে পায়ে রোদ পুড়ালো গা।
বেঁড়ার ফাঁকে গাঁ'কে চিনেছি
চোখের নীলে পড়লে গৌরি গাঙ্
পান্থ জনায় মিলিয়েছি পা।
জন্ম নিলে সিঁড়ি ছুঁতে হয়।
সিঁড়ি ভেঙ্গে পায়ে হাঁটা পথ
দূর্বা হেসে উঠলে হাসে বন
সোনাবনে মানুষ খেকোর ভয়।
জন্ম মানেই একটা চাবির ছড়া
জন্ম মানেই তালার হিসেব করা।
©somewhere in net ltd.