![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মনচাতক
.....শাহজাহান পারভেজ রনি
সবাই সবার ভাগটা পেল কিন্তু কেবল আমি ছাড়া।
নিজের পাখি এপার ওপার করে দিলি
ওষ্ঠপটে ছাপ্পা ছবি আঁকিয়ে নিলি,
ঘরের ভেতর রকম সকম মন্ত্রে ভুলে
আমি ছাড়া, সবার হাতেই সাধের সেতার, তুলে দিলি।
সবাইকে তুই সমান করেই বিলিয়ে দিলি অনেক কিছু।
বিলিয়ে দিলি ধানের গোলা, পাকা ব্ড়ই
ঘুলঘুলিতে চড়ুই পাখির বসতখানা,
লিখে দিলি চাঁদের পাহাড় বৃন্দাবনের
আমি ছাড়া সবার মুখেই উঠল রসের লাল বেদানা।
সবাইকে তুই আপন ভেবেই দিয়ে গেলি অনেকখানি ।
কিন্তু কোথায়, তোর সিঁথিটায় সিঁদুর ফোঁটা?
কাঁটতে দিয়ে নখের আঁচড় বৃন্দাবনে
বলতে পারিস, কার প্রেমে তুই মাতাল হলে
দিতিস মেলে উজার করে ফুলকো জবা!
আমি কি আর পাহাড় চূড়ো ,ধানের গোলা চাইতে পারি?
অবুঝ নারী ভূল করেও জানলিনে তুই;
চেয়েছিলাম, তোর সিঁথিতে সিঁদুর হবো
চেয়েছিলাম, ভালবাসায় ভালবাসায় আট প্রহরের গল্প কবো।
বুঝতে পারি,সবার মতো আমাকে তুই তা-ই ভেবেছিস! ভুল ভেবেছিস।ভুল ভেবেছিস।
©somewhere in net ltd.