নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

দুল্লভী

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

দুল্লভী
...........শাহজাহান পারভেজ রনি

কবিতা লিখতে এসে সবাই সবকিছু বলে গেলেন দেদারছে
জলের কথা, মেঘের কথা, আদুল পায়ে রমনীর কথা
শুধু অনাথীনি দুল্লভী'র কথা কেউ বলেনি
ছুড়িটা কি খায় না খায় কি পড়ে কোথায় ঘুমোয়
কেউ বলেনি, ভুলেও বলেনি একটিবার।

আমি কবিতা জানিনা, আমি জোৎস্নার গোলাম নই
চাইলেই লিখতে পারিনা পিরিতের সাতকাহন
যদি বলতে হয়, যদি লিখতেই হয়
সবার আগে দুল্লভী'র কথা-ই লিখবো আমি
থেকেও যার তিনকূলে কেউ নেই দেখবার
লিখলে ওর কথা-ই দু কলম লিখব এবার।

কবিতা লিখতে এসে সবকিছুই বলে গেলেন সবাই
গায়ের বুনোঝোঁপের কথা, মাজরাপোকা, ঘাসফড়িংয়ের কথা
মজাপুকুরের ডাহুক, বাঁশবনের কানাকুয়োর কথা
শুধু ষোড়শী দুল্লভী'র কথা কেউ বলেনি
পাত্রপক্ষের দেনা-পাওনা, লেপ তোষক, ছাব বাকসের প্রশ্নে
বাবুমশাইদের মনমগজ শেষমেশ বেতবনে জোনাক গুনেছে।

কবিদের সভায় যদি সুযোগ পাই দু'কথা বলবার লিখবার
আকাশ ছেড়ে সবার আগে আমি মাটির কথা-ই বলবো
যদি লিখতেই হয়, সবার আগে অনাথীনি দুল্লভী'র কথা-ই লিখবো
কি জানি,হয়তো সেবারও বাবুমশাইয়েরা এড়িয়ে যাবেন দুল্লভী'র প্রসঙ্গ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.