![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সুমিত্রার একটা বিকেল
.........শাহজাহান পারভেজ রনি
বহুদিন পর এসেছি, দু:খ শোনার যথেষ্ট সময় নেই
তুমি বরং একটু সুখের গল্প শোনাও একটা ভালবাসার গল্প শোনাও
যে গল্পে কখনো কোনদিন কান্না ছিলনা।
সুতোর মিলে পুরোনো মেশিন গুলোর যেভাবে
কটাশ কটাশ শব্দে কেটে যায় শেষ ক'টা দিন,
ফাইল চাপা সুখ গুলোর গা-গতরের ধুলো ঝাড়তে ঝাড়তে
সরকারী কর্মচারীগুলো যেভাবে এল,পি,আর এ চলে যায়,
আমিও তেমনি করে গাড়ির ক্লিনার হয়ে
বাবুদের এটো কাটার বাসন হয়ে,
জন্মগত ডুবুরি হয়ে, দু:খবিলাস করেছি এতটাকাল।
সুখের রাজ্যপাটে এক সম্রাজ্ঞীকে দেখবো বলে
বহুদিন পর তোমার সামনে এসেছি; তুমি কাঁদছো?
আহ্ হা ! কেঁদোনা কেঁদোনা বরং দুদন্ড কথা বলো
বরং নির্মেঘ একটা জোৎস্নার গল্প বলো
যে গল্পে কখনো কোনদিন অন্ধকার ছিলনা।
বহুদিন পর এসেছি, দু:খ শোনার সময় কোথায়
তুমি বরং সাম্রাজ্যের কথা বলো,গয়নাগাটি পতি দেব্তার কথা বলো;
খানিকটা সংসারের কথা বলতে গিয়ে,
উড়াল চেপে বিদেশ ভ্রমন, রোদ-চশমার সমুদ্রজীবন
কিংবা একটা টানটান উত্তেজনাকর আটানব্বইয়ের গল্প বলো;
ভুলেও দু:খ বলোনা; দু:খের সাথে বেশ জানাশোনা আমার।
পতি দেব্তা ঘরে ফিরতে ঢের সময় বাকী, চোখ মুছে এই ফাঁকে
তুমি বরং একটা গল্প বলো, অভিজাত অসুখ বিসুখের, ওষুধ পত্তরের,
গল্প বলো ঝুঁকে পড়া লাউ মাচানের; কিছু স্বপ্ন বলো বাদ বাকী দিনের,
সবশেষে নাস্তার টেবিলে ঢেলে দাও কিছু স্মৃতি আধখাওয়া আধসেদ্ধ।
©somewhere in net ltd.