নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

কবিতা, আমার প্রেমিকার নাম

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬

কবিতা, আমার প্রেমিকার নাম
......শাহজাহান পারভেজ রনি

ইহলৌকিক কোনো দাসত্বে নেই আমি
আমার যতো দাসত্ব কেবলই অক্ষরমালার কাছে।
জানলা গলে খুব সকালে আসা রোদের কাছে
অত:পর ফুলের কাছে পাখির কাছে
আমার কোন দেনা পাওনা নেই
আমার দেনা পাওনা যতখানি, সবটাই তার শব্দমালার কাছে।

নিজের ভার বইবার দায় অন্য কাউকে দিইনি
বরং সময়ের ফেলে রাখা এটো কাটার বাসন মেজেঘষে
চকচকে করার চেষ্টা করেছি, সারিয়ে তুলেছি নিজেই
ভেতরের খসে পড়া চুন পলেস্তারা দেয়ালের ফাটল।

আমার অন্য কোন পিছুটান নেই,আমার পিছুটান
শুধু একজন রমনীর কাছে,যাকে যেমন খুশি সাজানো যায়,
ভালবেসে নি:স্বার্থ বলা যায়, কবিতা জানো তো,
তোমায় না বড্ড ভালবাসি, তোমার জন্যই আমার এই বেঁচে থাকা।

ইহলৌকিক কোনো দাসত্বে নেই আমি
আমার যতো দাসত্ব কেবলই এক রমনীর কাছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.