![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
যাপিত জীবন
.....শাহজাহান পারভেজ রনি
মৌলিক চাহিদার পাশাপাশি আরো কিছু বিষয় আছে,
মৌলিক চাহিদার পাশাপাশি আরো কিছু বিষয় থেকে-ই যায়,
যেগুলো নিয়ে চা সিঙাড়া খেতে গিয়ে প্রায়শ:ই কথা বলি আমরা।
আমরা বলি মাছ তরকারী হাট বাজারে দ্রব্যমূল্যের কথা
আমরা বলি হার্ট এ্যাটাকড্ ছা'পোষা মতিন সাহেবের কথা
চুন-সুরকীর রাজবাড়ীটা সরিয়ে চাতাল নির্মান এবং
সার্টিফিকেট প্রাপ্ত একদল ভিখীরির কথা, প্রায়শ:ই বলি আমরা।
আমরা বলি ঘাটে ডহরে পড়ে থাকা বস্তাবন্দী লাশের কথা
আমরা বলি অকাল বেধবা ফুলমনীর জীবন সংগ্রামের কথা
স্বাধীনতার কথা উঠলেই আমরা বুঝে নিই বঞ্চনার কথা
বঞ্চনার কথা উঠতেই উল্টোরাজার গল্প প্রায়শ:ই করি আমরা।
মৌলিক চাহিদার পাশাপাশি আরো যেসব বিষয় আলোচ্য নয়
সেগুলো নিয়ে আমরা প্রায়শ:ই তুলকালাম করি ইদানিং
হারুর দোকানটায় সংসদ গড়ে সংসদটাকে প্রায়শ:ই প্রানবন্ত করি আমরা।
আমরা কালকেউটে এবং রাজনীতির বিষ নিয়ে কথা বলি,
আমরা কথা বলি ওঝাগিরির সেকাল একাল নিয়ে
ন্যায্যতার প্রশ্ন উঠলেই তালি মারা পাঞ্জাবীর কথা বলি,
পাঞ্জাবীর কথা আসলেই ঘুণে ধরা আলনার কথা প্রায়শ:ই বলি আমরা।
আমরা বলি শীত ঠেলে পৃথিবীর সর্বত্র একই ভাবে আসা বসন্তের কথা
আমরা বলি প্রবল শীতে আলু ক্ষেতের মড়ক মহামারীর কথা
কন্যাদায়ের কথা উঠলেই ইদ্রিস মিয়ার সেয়ানা চার মেয়ের কথা বলি
সামর্থ্যের কথা আসতেই প্রায়শ:ই উঠে আসে পেরেক আঁটা জুতোর কথা ।
মৌলিক চাহিদার পাশাপাশি আরো কিছু বিষয় আছে,
মৌলিক চাহিদার পাশাপাশি আরো কিছু বিষয় থেকে-ই যায়,
খামচে ধরে কতিপয়, ভাল থাকার প্রতিজ্ঞা প্রায়শ:ই করি আমরা ।
©somewhere in net ltd.