নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

আদর্শচ্যুত সংগ্রামী এবং কতিপয় যুবক

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

আদর্শচ্যুত সংগ্রামী এবং কতিপয় যুবক
.......... .... শাহজাহান পারভেজ রনি

হ্যা তোমরা। তোমরাই একদিন বলেছিলে শ্রেনী শত্রু নিয়ে লিখবে
পুঁজিবাদী ধনতন্ত্রীদের করে একঘরে, শোষিতের কল্যানে,
নতুন পৃথিবী দেবে, দেশ দেবে, খুলে দিয়ে ধর্মের গিট্টু গেড়ো
শোষিতের জন্য বেঁচে থাকার আদর্শ একটা বিধান দেবে।
রুদ্র দা তুমিই তো বলেছিলে একদিন... বদলে দেব বদলে যাও!

জানোতো আমার ভেতর কখনো আগুন ছিলনা, দ্রোহ ছিলনা
প্রতিবাদ বুঝতাম না বলে ,কান পেতে তোমাদের জ্বালাময়ী শ্লোগান শুনতাম
আয়নায় দাঁড়িয়ে নিজেকে জ্বালবার ব্যার্থ চেষ্টা করতাম
বলতে পারো রুদ্র'দা, দরাজ গলায় কে বলেছিল, বিপ্লবীর মৃত্যু নেই!
কারা শুনিয়েছিল জাগরনের গান, তিমির ভাঙ্গার গান
কারা দিয়েছিল অপ্রতিবাদী যুবকের বুকে বেঁচে থাকার শেষপাঠ!

সেই তোমরা-ই আজ বদলে গেলে! দিন রাত হরদম বিবৃতি বক্তৃতায়
দেবতুষ্টির কৌশলে অভিধান ঘেটে বার করে আনো ভক্তির হরেক রকম ফুল,
তারপর দেবতার বর পেলে, চটজলদি ভুলে যাও মাটির কথা, মানুষের কথা!
রুদ্র দা তুমিই তো বলেছিলে, মানুষ থেকে বিচ্যুত হোস নে কখনো
লিখলে দু'কলম মানুষের কথা-ই লিখিস, জানিস তো ওরা খুব কষ্টে আছে।

রুদ্র'দা তোমরাই তো একদিন শ্রেনীশত্রু নিয়ে লিখতে চেয়েছিলে
ভাঙ্গতে চেয়েছিলে শোষকের রক্তভেজা মসনদ;
অথচ, আজ যদি জামার নতুন বোতামগুলোকেই শ্রেনীশত্রু বলি
বোধয় ছিঁড়তে পারবেনা। সুবিধাবাদের পাল্লায় পড়ে এ তোমরা
কাকে ঠকালে! কাকে? জবাবটা পাবো কি রুদ্রনীল সেন ওরফে রুদ্র দা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.