নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

দেশী বৈদেশী

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

দেশী বৈদেশী
...শাহজাহান পারভেজ রনি

এরপর যেদিন অাসবে হয়তো অনেকখানি বদলে যাওয়া মানুষ
নান্দিয়ার বিলে তুমি এক অন্যরকম কেউ
হাঁটুজলে পা মেপে চলতে গিয়ে হয়তো মনে হবে
এ তো সেদিনের সে নিতাই কিংবা নিমু নও অন্য কেউ।

অচেনা মানুষ পেয়ে গাঁ এর জয়নাল বুড়ো হয়তো
জিজ্ঞেস করে বসবে - হ্যারে ভোলা তোর সাথে ওই বিদেশীটা কে!
গাঁয়ে এর অাগে দেখেছি বলে তো মনে পড়েনা!
কদমে কদম মিলিয়ে চলতে গিয়ে শৈশবে ফিরে যেও
যেন বুড়োটা ভেবে নেয়-- ওহ্ হ, ও তো পাশের গাঁয়েই থাকতো
ও যে অামাদেরই ছাওয়াল, বড়ো অাদরের
বাপের সাথে এককালে বেগুন বেচতে যেত হাটবোয়ালিয়ায় ।

এরপর যেদিন অাসবে মনে করে এসো
সুকুমারের দাওয়ায় বসে কবে খেয়েছিলে বৌঠানের
হাতে ভাজা লাল ধানের মুড়িতে খেজুরের ঝোলাগুড় মেখে
কবে লাল করেছিলে এক খিলি সাচি পানে গোটা গালখানা
মনে করো মনে করো.. নইলে জেঠু মা সেও অচেনা ভেবে
পাশকাটিয়ে যাবে জানা হবেনা
এবারেও দশগ্রামের অাকাল যায়নি।

এরপর যেদিন অাসবে গায়ে গতরে একটু ধুলো মেখে নিও
পড়শীরা যেন বলে না বসে-- দ্যাখো দ্যাখো গাঁয়ে নতুন কুটুম এয়েচে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.