![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সোজা মানুষ উল্টো দেশ
....শাহজাহান পারভেজ রনি
এই দেশটা ওদেরই সব
মানুষগুলোর কিছুই নয়
মানুষ কেবল বলির পাঠা
এর বেশি আর কিচ্ছু নয়।
ওরা জানে কোথায় কেমন
শাক দিয়ে মাছ ঢাকতে হয়
কেমন করে বাজার ঘাটে
মানুষের দাম হাঁকতে হয়।
ওরাই জানে কিসের ঠ্যাকায়
মানুষ গড়ের গোলাম রয়
কি দিলে রোজ চোখের ঠুলি
আঁটকে কপাট বন্ধ হয়।
এও জানে বলদগুলোর
কোথায় কোথায় চুলকানি
বেহুশগুলো হুশ ফিরে পায়
ঢাললে কোথায় তেল-পানি।
রামপাঠা সব বলদগুলো
ঘাস চিবিয়ে দিব্যি দাস
পাঁচের ফ্যারে ঢপ শুনে সব
পোদ বাড়িয়ে নিচ্ছি বাঁশ।
মসলামাখা কথার আঁচে
খাচ্ছি বেদম ঢপের খই
গাল পুড়ায়ে চুনের বিষে
ভাবছি তবু চুনকে দই।
তারপরেও নিয়ম মেনে
রাত ফুরিয়ে আসলে দিন
রোজ আসরে ঘুঙ্গুর পায়ে
নাচবে গাধা তাধিন ধিন।
©somewhere in net ltd.