নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

নদী ও জীবন

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩

নদী ও জীবন
.....শাহজাহান পারভেজ রনি

বহুদিন হলো ওপারে যাইনি
এপার আমায় ছুঁইছে ক'দিন হলো।

চরভগবতীর ভাঙ্গনে অনেক কিছু-ই বদলে গেছে
রহিম কাঁসারীর ছেলেটা ডুবে মরলে জলে
কাঁসারির দল এদিকটায় আর আসেনি
শুনেছি পাশেই, গাঁয়ের হাটে তারা এখন
চুরি ফিতের ব্যাবসা করে
ওপার থেকে ধনা কাকা ফিরে বলেছিল
কাঁসারিরা বেশ ভালোই আছে;
কেবল মৌরির খোঁজটা-ই আজো মেলেনি
কে জানে পাগলীটা কোথায় আছে কেমন আছে!

ধনা কাকার মুখেই শোনা
নিকিরি পাড়ার হরিহর রাজবংশী ,জোলাপাড়ার জব্বর মিয়া
যারা রাত-দিন এক করে সুখের চরকায় জো দিত
শুনলুম তারা-ই এখন দলে দলে
বিড়ি কারখানায় বিড়ি বাঁধতে শহরে যায়
কাজ শেষে মড়কার বাজারে সেরে নেয়
টুকটাক সদাইপাতি;
চরভগবতী এখন বেশ আছে, সুখেই আছে
শুধু নিরুদ্দেশ জয়নাল মাঝির খবরটা আজো
চরভগবতীর মতো আমিও জানতে পারিনি।

অনেকদিন হলো চরভগবতী যাওয়া হয়নি
তবে এবার নিশ্চয়-ই যাবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.