![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মধ্যবিত্ত কেরানী
....... শাহজাহান পারভেজ রনি
কিন্তু ব্যাপারটা তা নয় হে বিপিন!
আজকাল মাসের আদ্ধেক এলেই আমি চুপসে যাচ্ছি
একটু সরেস হওয়া খুব জরুরী।
দ্যাখো তিস্তার জল বাড়ুক আর না বাড়ুক
প্রতিমাসেই চাল আটা তেলের দাম বাড়ছেই
ঘর ভাড়া , ছেলেপুলের টিউশন ফিস বেড়েই চলেছে
আয়ুর সাথে পাল্লা দিয়ে পায়ের জোরটা
দিনকে দিন কমে যাচ্ছে বলে
আপিসের দুরত্বটাও ইদানিং বাড়তি মনে হয়
তুমি তো ভায়া মহা সুখেই আছো
ন্যাতানো পুঁই আর সস্তায় ঢ্যালা কিনে তোমাকে
আমার মতো বউ ছেলের ঝ্যামটা খেতে হয়না ।
বুঝলে বিপিন ব্যাপার টা তা নয়
আসল কথা আমাদের ঐ পাঁচবছর একটাই পে স্কেল
ক'টা বাড়তি টাকায় গদগদ একবেলা গোশত ভাত
তারপর সেই মাসকাবারীর বর্ধিত পেটে
চিড়েচ্যাপটা জীবন নিয়ে আমশে হওয়া
কেরানীগিরীর শেষক'টা দিন
তারপর একদিন খাটিয়ায় শুয়ে আকাশ দ্যাখা;
তোমার মতো প্রবাস ঘুরে দেখবার সুযোগ কোথায়!
সোসাইটির লোনের টাকায় মেয়েটার বিয়ে দিলাম
ছেলেটার মেজাজ মর্জি প্রায়শ:ই ভালো যায়না
দু'বছর হলো পাশ করেছে একটা চাকরীর দরকার
এ দরজা ও দরজায় ঘুরে যাচ্ছে , কাজ হচ্ছেনা
আজকাল চাকরী-বাকরী নাকি দশে ঠেকে যাচ্ছে
হাজার নয় গো এখন লাখের হিসেব;
হিসেব কষতে গিয়ে হঠাৎ হঠাৎ- ব্লাডসুগার বেড়ে যায়
হয়তো দু:শ্চিন্তা করতে করতে একদিন
লোনের দায়সমেত ভাসিয়ে যাব গোটা পরিবারটাকে
শ্রাদ্ধ ফেরত মানুষগুলো ফিসফিস করে বলবে
আহা!লোকটা কি ভুল-ই না করলো
পরিবারটাকে জলে ভাসিয়ে গেল।
ব্যাপারটা কিন্তু তা নয় বিপিন
ছা'পোষা জীবনে আমারও ইচ্ছে হয়
আপিস শেষে ক্লাবটায় বসে একটু আড্ডা দিতে
শাসনতন্ত্র গনতন্ত্র নিয়ে বিতর্কে জড়াতে
আর ভুলে যেতে পুরনো সেই দু:শ্চিন্তা
--- মাসের আরো পনের দিন বাকী!
©somewhere in net ltd.