নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

আছে কি এমন ইশকুল?

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

আছে কি এমন ইশকুল?
..........শাহজাহান পারভেজ রনি

ভাবছি কলমটাকে ইশকুলে ভর্তি করাবো
দিন দিন যাচ্ছে-তাই রকমের বেয়াড়া হয়ে উঠছে সে
একটু আদব-লেহাজের একান্তই প্রয়োজন।

বেয়াড়া হলে যা হয় আর কি!
কার সামনে কি বলতে হয়
কার সম্পর্কে কেমন বলতে হয় চলতে হয়
দিন দিন সে ভুলে যাচ্ছে
ভীষন বখে যাচ্ছে সে!

কলমটার যে কি হলো !
ইদানিং সে কাউকে মানেনা।
আজকাল সে মুরুব্বি মানেনা
ইমাম মানেনা, পুরোহিত মানেনা
এমনকি মোড়লের বিচার পর্যন্ত মানেনা
ফাতরামোর একটা সীমা থাকে!
ওর জন্য আমাকে প্রায়শ:-ই ঝাঁড়ি দেয় উর্দ্ধতন কর্তৃপক্ষ,
চাকরীটা কখন যে চলে যায় কে জানে!

আমি বলি কি, তুই বল, যতো খুশি বল
লোক বুঝে তো বলবি,
তাছাড়া নিজের ওজনটাও তো বুঝতে হবে!
তা নয় চান্স পেলেই এম.পি কে খিস্তি দিচ্ছিস
মন্ত্রীকে খিস্তি দিচ্ছিস,
দেশটা কে চালায় কারা চালায় এটা বুঝতে হবেনা!
ওদের কত্তো ক্ষমতা এটাও তো বুঝতে হবে!
দু'দিনের ছোকরা তুই
চ্যাটাং চ্যাটাং কথার কি দরকার রে তোর?

কলমটার যে কি হলো !
ইদানিং সে কাউকে মানেনা
এমনকি আজকাল সে আমাকেও মানেনা
আছে কি এমন ইশকুল?
যেখানে শেখানো যায় ময়না পাখির বুলি
সাথে বাস্তবতার বিদ্যেটাও!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.