![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
অসংগতির জয় অনিবার্য
.............শাহজাহান পারভেজ রনি
আমার ভেতর নেতা হওয়ার ভীষন খায়েস ছিল একসময়
দু'চোখে দু'হাত ভরে পয়সা কামাবার বেদম স্বপ্ন ছিল একদিন
কোনটাই হলোনা; না নেতা হলাম না পয়সা কামালাম
আমি শালা ডোমের বাচ্চা শ্মশানে কেবল স্বপ্ন-ই পুড়িয়ে গেলাম।
ভোটের সময় পাড়ার দাদারা যখন চকচকে নোটে পকেট ভরেছে
দামী সিগারেট ধরে দিয়েছে শুকটান
মাতাল মাড্ডির নির্বাচনী মিছিলের উন্মাতাল নৃত্য শেষে
হারুর দোকানে চায়ের কাপে ঠুকঠাক আওয়াজ পেয়েছে প্রতিটা গভীর রাত;
তখন আমি না নোট না চায়ের কাপে ধোঁয়া কোনটা-ই পাইনি
সে সময় আমার আঠারো হয়নি বলে
সে সময় আমি ভোটার ছিলাম না বলে
কেউ আমাকে গ্রাহ্য করেনি প্রয়োজনীয় মনে করেনি
এক টাকায় নোনতা বিসকুট ধরিয়ে ভাগের উনিশ টাকা মেরে দিয়েছে শালারা ;
বিশ্বাস করুন তখন থেকেই আমার স্বপ্ন - আমি শালা মাতাল মাড্ডি হবো
পাড়ার দাদাদের কিনে নেব চকচকে নোটে,ওদে কন্ঠে গাওয়াবো আমার জয় কেত্তন
অত:পর আমার স্বপ্নপূরন!
হলোনা;ডোমের বাচ্চা ডোমের বাচ্চাই রয়ে গেল নেতা হলোনা!
বাইকে চেপে বউ পেটানো চ্যাগার ফুটানি দেখলে
আজকাল আমার খুব লাগে!
সবাই জানে- ঠেকের নেশায় যে চ্যাগা বউ পেটাতো বেধড়ক,
যে দূর্গা দাসী বছর বছর জন্ম নেয়া বাচ্চাগুলোর আহারের জন্য
হাড় জিরজিরে শরীর ভেঙ্গে এ বাড়ী ও বাড়ী করেছে দিনের পর দিন
সেই দূর্গার কালসিঁটে পড়া গতরে আজ সোনার গয়না, নয়া শাড়ী;
চ্যাগা কাত্তিকের ভিটে জুড়ে আজ ইটের দালান ঘর,
মন্দিরের মোড়ে চাল ডাল আটায় ঠাসা বাহারী মুদী দোকান
নয়া জামা বেলুন বাঁশীতে ওদের ছেলেমেয়েরাও আজকাল বেশ খুশি;
কেউ একদিন বলেছিল- "কি করে বাছা চ্যারাগ পেল নাকি"!
বলেছিলাম - "না গো চ্যারাগ নয় , রাজনীতির প্রতি ভগবানের দয়া"
চ্যাগা কাত্তিক আজ জনসভার আদম সাপ্লায়ার,দু'হাতে পয়সা কামায়
আর আমি ! জন্মাবধী স্বপ্নের বিয়ান দিয়েই গেলাম কেবল
বাঁচাতে পারলাম না একটাও; স্বপ্নের শ্মশানে পুড়িয়ে-ই কাটে ডোমের জীবন।
সোজাসাপটা জীবন মেগে যেদিন খালি হাতে ঘর ফিরেছিলাম
সেদিনই বুঝেছিলাম-
ভগবান শালাও একটা চোখে খুব ভাল দেখেনা আজকাল।
©somewhere in net ltd.