নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

অ্যা থিওরি অব টিপিক্যাল লাইফ লিড

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

অ্যা থিওরি অব টিপিক্যাল লাইফ লিড
...........................................শাহজাহান পারভেজ রনি

এদেশে প্রতিবাদের চেয়ে মোসাহেবীটা-ই অধিক লাভজনক।

অনেকেই আছেন; প্রতিবাদী দেখলে মহোদয়গনের গা গুলোয়
এদেশে উনারা-ই মহান, যারা দেখে শুনে মেনে নেন সবকিছু;
এদেশে প্রতিবাদের প্রতিদান অপমৃত্যূ, অকাল মৃত্যু
বিশ্বাস না হলে মিলিয়ে নিন নিজেকে।

যুথিষ্ঠিরের দেশে প্রতিবাদ করোনা পারলে মিথ্যে বলো
যখন যেভাবে বাঁচা যায়, বাঁচো
কি লাভ বধিরের কানে সুরের ভজন গেয়ে
ভুলেও প্রতিবাদী হয়োনা অন্তত: এদেশে তো নয়-ই
এমনকি ঘরেও নয়
আমার কথা নয়; প্রায়শ: স্বপ্নে আসা সাত আত্বার কথা।

যদি একান্তই প্রতিবাদী হতে হয় তবে নিজের বিপক্ষে দাঁড়াও
ভুল করেও শাসক বিরোধী হয়ো না, গুষ্ঠিশুদ্দ মরবে;
যদি নিতান্তই প্রতিবাদ করতে হয় তবে মানুষের বিরুদ্ধে দাঁড়াও
সব সব হবে তোমার গাড়ী বাড়ী নারী কিংবা সুইজ ব্যাংকে একাউন্ট;
পারলে যারপরনাই মিথ্যে বলার অভ্যেস কর; এতে অনেক লাভ!

এদেশে প্রতিবাদ করে মরার চেয়ে চাকু ধরে দু'পয়সা কামানোই শ্রেয়
এদেশে রাষ্ট্রদ্রোহী হবার চেয়ে টেকনোক্র্যাট কোটায় দালাল হওয়া ভাল
বউ বাঁচে, ছেলেপুলে বাঁচে, জীবনটাও বাঁচে আঙ্গুল কলাগাছের সূত্রমতে;
যদি শোনো নিউটনের সূত্র ভুল ছিল মেনে নাও
যদি শোনো আদমই আদিম প্রাণ মেনে নাও
যদি শোনো পৃথিবীর সবটাই জল, মাটি কেবল দেহ
তর্ক কিংবা প্রতিবাদ করোনা মেনে নাও মেনে নাও মেনে নাও;
এদেশে মেনে নিলেই মেলে, বিশ্বাস না হলে- একবার তাকিয়ে দ্যাখো চারপাশ।

প্রতিবাদের ফল সংগ্রামের ফল নাকি বাদুড়েই খায়, গেরস্থের কেবলই আঁটি
সশস্ত্র সাত আত্বা আমায় তেমন-ই জানালো গতরাতে;
এদেশে রক্ত দেয়ার চাইতে রক্ত বেঁচা অধিক লাভজনক
কবরে কঙ্কাল রেখে কি লাভ, বেঁচেবুঁচে দুপয়সার লোভ এমন আর মন্দ কি!
কেনাবেঁচার ওয়েব সাইটে ভাবছি পুরনো কিছু জিনিস এবার বেঁচে-ই দেব
আমার প্রতিবাদ, বিবেক এবং কিছু চেতনা
পুরনো জিনিসে ওরা নাকি ভালোই দাম দেয়
ভাবছি এবার রাজপথের ব্যাপারেও একটা রফা করে নেবো তেনাদের সাথে।

প্রতিবাদীর আসন্ন বিপদের আশংকায় যারা একদিন আমায় ছেড়েছিল
অবাঞ্ছিত ঝুট-ঝামেলা এড়াতে যারা একদিন বিমুখ হয়েছিল আমার থেকে
আমার বিশ্বাস এবার তারা ফুলের মালা নিয়ে বরন করবে আমায়
হলেও হতে পারি রাষ্ট্রীয় পদকে ভূষিত ,
এতে বিবেক আমায় দালাল বলে গালি দেয় দিক, অনেক শুনেছি ওর কথা
এদেশে ওর কথায় কিচ্চু হয়না তেনাদের কথাতেই সব হয়।

সুতরাং যদি বাঁচতে চাও, বাঁচাতে চাও বউ- বাচ্চাদের
প্রতিবাদ করোনা; সূর্য পশ্চিমে ওঠে, ওটা-ই সত্য মেনে নাও
যুধিষ্ঠিরের দেশে সত্য বলোনা মিথ্যাটাকেই মেনে নাও
ভুলেও প্রতিবাদ করোনা এদেশে
এমনকি ঘরেও নয়; বেঁচে যাবে ভাই;
বিশ্বাস না হলে,যারা বেঁচে আছে তাদের জিজ্ঞেস করো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.