![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
প্রাপক : জাতিসংঘ
// শাহজাহান পারভেজ রনি //
হে মোড়ল তুমি কোথায়! কোথায় তোমার আইন
আজি মায়ের শিশুর রক্তে ভাসিছে দু:খিনী প্যালেস্টাইন।
কোথায় তোমার নীতির বুলি কোথায় রক্ষীসেনা
কোথায় তোমার মাতব্বরী ইতিহাসে চীর চেনা
নাকি ভাবিব তুমিই রাবণের সকল অত্যাচারে
দিয়েছো যোগান বুলেট বোমায় সাহস নির্বিচারে
হে মোড়ল! কোথায় মানবাত্বা কাঁদিল যা এতদিন
বিবেক তোমার কাঁদেনা কি কভূ দেখিয়া ফিলিস্তিন!
কোথায় গেল বিশ্বে তোমার বিশ্ব ভোলানো বাণী
কোথায় তোমার অসূর বিনাশে ভয়াল চোখরাঙ্গানী;
নাকি ধরিব তৈল তন্ত্রে তুমিও তুখোড় দক্ষ
হাওয়া বুঝিয়া তুমিও লয়েছো সুবিধাজনক অক্ষ!
মোড়ল তুমি কোথায়! কোথায় তোমার আইন
দেখে যাও হে বিশ্ববিবেক দু:খিনী প্যালেস্টােইন
দেখে যাও আজ রক্তে সাঁতার অভাগী প্যালেস্টাইন
এসে দ্যাখো আজ কেমনে জ্বলে মানুষের প্যালেস্টাইন!
হে মোড়ল কোথায় তুমি ! দেখি দেখাও তোমার আইন
অনেক রক্ত প্রাণের দামে তবু বাঁচুক প্যালেস্টাইন;
মোড়ল কোথায় তুমি ! এবার হৃদয় তোমার খোলো
মানবতা কাঁদে পথের ধুলোয় বুকে তাহারে তোলো।
©somewhere in net ltd.