![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ক্ষত ও লজ্জা
মটরশুটি খুদ কুড়ো ভুট্টা দানায়
পাখিটা জন্মাবধি লালিত
আদর পেয়ে ও ফেঁটে পড়ে আহ্লাদে
দিন মাস বছর গড়িয়ে পাখিটা সবে উড়তে
শিখেছে, উড়তে আরও বাকি।
বনবেড়ালের নখের আঁচড়ে
ঘোলা হয় তার সাথের চকচকে আয়না
রক্তে ভীজে যায় আয়নার জমিন।
পাখিটা এখন শুধুই কাঁদে
আকাশের দিকে তাকিয়ে থাকে নির্বাক;
এখন বনবেড়ালেই তার যত ভয়।
©somewhere in net ltd.