নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ বদল

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

প্রসঙ্গ বদল
....শাহজাহান পারভেজ রনি

বুঝলে কাকা একটু সজীব হওয়া প্রয়োজন
ঘ এর ঘ্যাটকোল না ঘেঁটে এসো প্রসঙ্গ বদলা্‌ই
কথার মোড় ঘুরিয়ে বলি ,জব্বারের ছেলেটা দুবাই ফেরত
শুনেছি মালকড়ি ভালোই করেছে
বাপের বন্দকী জমিটা ছাড়িয়ে সেখানে মাষকলাই বুনেছে
ইষ্টিশনে পাকা দোকান, ভেতরবাটিতে পাঁকা পোতায় বেগী কর্কাশটিনের ঘর;
এখন গেরস্ত ঘরের একটা মেযে আর আনকোরা বাইক হলেই ব্যাস!
একবেলার নেমতন্নে কবজি ডুবিয়ে গোশত ভাত বেগুন ভাজি
আর ফিরতে ফিরতে ফিসফিসিয়ে বলি--
যাই বল তাই বল মেয়ে কিন্তু সাক্ষাত মা কালি!

"বাগদাদে রোজ ক'টা বোমা ফাঁটে
সিরিয়ায় দ্রোন হামলা করে কার গুষ্টি উদ্ধার করতে চায় মার্কিনীরা
কিংবা ফিলিস্তিনিরা আর কতবার মরলে পাবে স্বাধীন ভূ-খন্ড"
রোজ রোজ এই একই ঢ্যাড়স পিষতে ভাল লাগেনা আর;
বুঝলে কাকা একটু চেইঞ্জের ভীষন দরকার,
বুঁনো ওল না ঘেঁটে প্রসঙ্গ বদলিয়ে বরং বলি-
যে দেশে ব্যাকা ল্যাজে সোজা পাইপ ব্যাকা হয়ে যায়
সেদেশে মন্টু তো বাপের ব্যাটা একখান!
মোটা অংকের মাল ঝেড়ে বাগিয়ে নিয়েছে
সরকারী দপ্তরের জুতসই কেরানীর চাকুরী!

বুঝলে কাকা, এখন থেকে প্রসঙ্গগুলো এভাবেই বদলে নিতে হবে
পালাবদলের পাঁচ বছর শেষে ছাপ্পার কালি মাথায় ঘষতে ঘষতে
বাড়ি ফিরতে হবে অত:পর স্বপ্নের ল্যাবড়াটা চেটেপুটে খেয়ে
নিজের পেছনটা নিজেই মেরে বলতে হবে- অাহ্ কি গাড়ল আমরা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.