![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ছোট্ট একটি বই, প্রকাশিত হয় ১৭৭৬ সালে। লিখেছেন আমেরিকার জনকদের একজন Thomas Paine।
তখনকার পরিস্থিতি পর্যালোচনা করে তিনি ইংল্যান্ড এর সাথে আমেরিকার সম্পর্ক খুব সূক্ষভাবে তুলে ধরেছেন এবং বিদ্যমান ১৩ টি উপনিবেশকে একত্রিত হয়ে সরকার গঠনের পথিকৃৎ অঙ্কন করেছেন।
সাধারন মানুষ যখানে চিন্তা করে কীভাবে ইংল্যান্ড এর উপর দায় দায়িত্ব সপে দিয়ে কোনভাবে জীবনটা পার করে দেওয়া যায়, সেখানে তিনি স্বাধীনভাবে বেঁচে থাকার ছক অংকন করেছেন। নিখুঁত ভাবে মানুষের মনের মধ্যে আশার আলো ফুটিয়ে তুলেছেন কীভাবে মনোবল বাড়াতে হয়, কীভাবে অন্যায়ের বিরুধ্যে সোচ্চার হতে হয় এবং সর্বোপরি একত্রিত হতে হয়।
প্রকাশিত হওয়ার পর থেকে জনমহলে বইটি খুবই সমাদৃত হয় এবং এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসে রেকর্ড পরিমাণ বিক্রিত বইগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। খুবই ভালো একটি বই, পড়ে দেখতে পারেন।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬
এস আর বিপ্লব বলেছেন: ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন: good to know