নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

এস আর বিপ্লব

সমালোচনা নয়, চলুন আলোচনা করি

এস আর বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

তোমার কোন অধিকার নেই আমাকে বলার......."তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা"

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

আর দু-চারটা ছেলে-মেয়ের মতো বেড়ে উঠতে থাকি আমি। সবার মতো স্বপ্ন দেখতে থাকি, ডাক্তার হবো, প্রকৌশলী হব, পাইলট হবো, পুলিশ হবো, চোর ধরবো আরো কত কি। স্বপ্ন দেখা শেষ হয় না আমার। এরই মধ্যে বাবার হাত ধরে স্কুলে যাওয়া শুরু করি। আমার মতো রাকিব, শুভ , নিলীমাও আসে স্কুলে। আমরা গল্প করি , কে কি হব। তাদের ও ইচ্ছে এটা হবে, ওটা হবে।

তবে,যতই দিন যায় ততই আমার স্বপ্নগুলো কেমন যেন ছোট হয়ে আসে। একদিন স্যার বলেন, এই সহজ জিনিস পারোনা? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।এমন করে বাবা বলেন, মা বলেন, পাশের বাড়ির চাচা বলেন " তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা"। কি জানি, তখন থেকেই মনে হয় আমার ভেতর নতুন একজন আমি জন্ম নেয়,"কিচ্ছু না হওয়া আমি"
যা কিছু করতে যাই না কেনো, মনের ভেতর থেকে শুধু একটি প্রশ্নই উকি দিতে থাকে "আমি পারবোতো?"
সাথে সাথেই স্যার , বাবা, মা, আশে পাশের মানুষগুলোর কথাগুলো সজোরে কানের কাছে বাজতে থাকে " তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা, তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা, তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা"।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: কমবেশী সবার জীবনেই এটা আপ্তবাক্য!! তারপরও কিন্তু সবাই টিকে আছে।। তাই না??

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৮

এস আর বিপ্লব বলেছেন: টিকে আছে বটে। টিকার মতো টিকাটা জরুরী নয় কী?

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

ইসমাঈল আনিস বলেছেন: পারতে কিন্তু হয় আমাদেরই৷

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৯

এস আর বিপ্লব বলেছেন: জ্বী আনিস ভাই, পারতে হয়। :)

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: এ বলা এগিয়ে যাওয়ার চেষ্টা দ্বিগুন করার ; হতাশ হবার নয় ।

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৯

এস আর বিপ্লব বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.