![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে যেভাবেই হোক প্রথম হতে হবে। যদি পরিসংখ্যান এর দিকে চিন্তা করো, তাহলে কম % এর দিকে যাও,
১% এর দিকে। তারা যেভাবে চিন্তা করে, বিশ্বাস করে এবং অর্জন করে। সাইকোলজিষ্টরা বলেন, যাদের সাথে তুমি
অধিকাংশ সময় অতিবাহিত করো, তুমি হচ্ছো তাদের এভারেজ।তবে, তোমাকে কেয়ার না করলেও চলবে তারা কি বলে,
তোমাকে তোমার স্ট্যান্ডার্ড নিজেই ঠিক করে নিতে হতে হবে। পরিসংখ্যান তোমাকে বার বার বলবে,
এটা কখনোই সম্ভব নয়, অতীতে খুব কম সংখ্যকই পেরেছে, ১% এর চেয়েও কম।
আসলে এটা কোন বিষয়ই নয় পরিসংখ্যান কি বলে, বিষয়টা হচ্ছে "তুমি কি বলো, তুমি কি চাও।" তোমার মন যদি বলে,
"আমি কেয়ার করি না বাকি ৯৯% কি বলে, কি করে। আমি ১% এর দিকে যাবো এবং আমি অবশ্যই পারবো।"
তাহলে এগিয়ে যাও। যারা অতীতে সফল হয়েছে, তারা কখনো দেখেনি অন্যরা পেরেছিল কিনা।
তারা সবসময়ই চিন্তা করেছে আমি পারবো, আমাকে পারতেই হবে।
সফল ব্যক্তিরা জানে যে, সবকিছুই সম্ভব। তারা বিশ্বাস করে যে, মানুষ নিজেই নিজের সীমা তৈরি করে এবং
ওই সীমার মধ্যে বাস করে। তারা নিজেদের বোঝাতে সক্ষম হয় যে, তাদের লক্ষ্য অনেক অনেক গুন বড়, পরিসংখ্যানের
ডেটা থেকে। তাদের অধ্যাবসায়, স্থির সংকল্প এবং অবিরাম কঠোর পরিশ্রম লক্ষ্যে পৌঁছানোর পরম নিশ্চয়তা জোগায়।
তারা জানে, চলার পথে ব্যর্থতা আসবেই, তবে ঘুরে দাঁড়াতে হবে। একবার নয়, বার বার, লক্ষ্যে না পৌছানো পর্যন্ত।
So, do whatever it takes to succeed, regardless of setbacks,
regardless of what the statistics tells you or thinks of you.
The only think is matter is your opinion of yourself, your belief in yourself.
সত্যতা হচ্ছে, এটা কোন বিষয়ই না কে তোমার ব্যাপারে কি বললো বা কি বললো না, কে কি ভাবলো কি
ভাবলো না। সব ব্যাতিরেকে, তোমার উপর তোমার বিশ্বাস ধরে রাখতে হবে। "হ্যাঁ, আমি পারবো", সবসময় মাথায়
রাখতে হবে, সবসময়।
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬
এস আর বিপ্লব বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ১৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৪৩
কলাবাগান১ বলেছেন: Confident students always get a grade of A+
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৪
কবিতা ক্থ্য বলেছেন: সুন্দর লেখা - সাবলিল উপস্হাপনা
ভাল লাগা