নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেকটি ক্ষুদ্র বিষয় থেকে শিখতে চেষ্টা করি।

SRH Robin

ছাত্র

SRH Robin › বিস্তারিত পোস্টঃ

নির্বাক

৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২২

মর্গে সদ্য আসা নতুন যে লাশটা, যে জীবিত থাকাকালে প্রত্যেক পুরুষকে আকর্ষন করত। যে কিনা প্রতিদিন সকালে পার্কের ভেতর ওই মাঠটার পাশের বেঞ্চে বসত। যাকে ভালোবাসতো বেঞ্চের পাশে বেড়ে ওঠা সেই বৃক্ষ। সেই লাশটারও প্রেমে পড়া যায়। লাশটাকে বিয়ে করা যায়। তার দিকে ঘন্টার পর ঘন্টা ইচ্ছেমতো তাকিয়ে থাকা যায়। তাকে ভয়ে ভয়ে ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দেয়া যায়। সেই লাশটা, যার প্রতি ভালোবাসার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত ত্যাগ করা যায়।
::
ওদিকে সেই যুবতী কুকুরটা। যে কিনা একজন মানুষকে ভালোবাসার মতো অপরাধ করে বসে আছে। নিয়তির কি খেলা! ভালোবাসায় তো আর নিয়ন্ত্রণ নেই।
::
বৃক্ষকূল, তোমাদের কাছে আমরা ঋনী। তাই বলে কেন আমাদের কে তোমরা ভালোবাসতে যাবে? আমরা পাপী। তাই তোমাদের নিষ্পাপ হৃদয়ের পবিত্র ভালোবাসা বোঝার ক্ষমতা আমাদের হয়নি। তোমাদের কান্না আমরা বুঝি না। প্লিজ আমাদের ভালোবেসো না।
::
এদিকে বুড়ো বেটা, তোর কথা না বললেই নয়। তুই এ জগতের সব থেকে সুখী ব্যক্তি। তুই কেবল নিজেকেই ভালোবাসিস। বড় আয়নায় ঠোঁট লাগিয়ে নিজেই নিজেকে চুমু দিস। বেশ তো যাচ্ছে তোমার দিনকাল। কিন্তু করবি বল? বয়স যখন হয়েছে, চলে যেতেই হবে।
_ _ _ _ _ _
বলছিলাম একটি সিনেমার কথা। নাম তার 'নির্বাক'। চাইলে দেখতে পারেন। উপরে যা লেখা তার থেকে গভীর কিছু পেতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.