![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের চাঁদটা দেখেছো কি মায়াবী!
তোমার চোখের ছায়া পড়েছে কি?
চাঁদের হাসি দেখে আমি অবাক হয়ে ভাবি,
চাঁদকে নিয়ে এত ছন্দ লিখে কেন কবি?
তোমার সেই প্রান খোলা হাসি,
যা দেখে আমি মুগ্ধ হয়ে তোমায় ভালোবাসি,
কবিরা কেউ দেখেনি সেই সোনালী হাসির মায়া
তাইতো তারা চাঁদের মাঝে খোঁজে খুশির ছায়া।
তোমার হাসির ঝলকানিতে হাসে তোমার চোখ
সেই চোখের মায়ার সাথে মোর হৃদয় বেঁধেছে জোট,
পৃথিবীর সকল সুখ পাই যে তোমার হাসিতে
বার বার ফিরে আসবো ধরায় শুধু তোমায় ভালোবাসিতে!
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২
রাসেলহাসান বলেছেন: ভালোই ছন্দময় কবিতা।