![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃত্তের কেন্দ্র তুমি
পরিধি ঘিরে অবিরাম বিচরণ করি তাই,
যতই ছুটিনা কেন
তোমাকে ঠিক ততটাই দুরে পাই,
ব্যাসার্ধের বিশাল ব্যবধান
কমেনা কোনদিন, কমেনি আগেও,
তবুও জানিনা ঠিক কেন
আরো জোরে ছুটে চলি আগের চেয়েও।
স্পর্শের বাইরে দাড়িয়ে
তবু আছো হৃদয়ের সব টুকু জুড়ে,
যদিও সত্যিটা জানি
ব্যাসার্ধের ব্যাবধান কোনদিন আসবেনা শূণ্যে,
সূর্যকে ঘিরে চাদ
জলে পুড়ে তবু খোজে অস্তিত্তের সুখ,
তাইতো আমিও খুজি
অজস্র স্মৃতি মাখা তোমার ঐ মুখ।
©somewhere in net ltd.