নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের দর্পণ

সোহাগ তানভীর সাকিব

বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর ক্ষুদ্র প্রয়াস।

সোহাগ তানভীর সাকিব › বিস্তারিত পোস্টঃ

আমার তো একটা মান আছে!

১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৫

লোকটি ব্যাংকে এসেছেন টাকা তুলতে। কাউন্টারে বসে থাকা একাউন্ট অফিসার স্বভাবত ভাবে জিজ্ঞেস করেন, মুরব্বি কেমন আছেন?
লোকটি জানান, ভালো আছি। তবে মনটা একটু খারাপ। আমার এক ভাই মারা গিয়েছে। পাঁচ দিনে অনুষ্ঠান করছি। এক হাজার লোকের আয়োজন। একারণেই টাকা তুলতে হচ্ছে।
কাউন্টার অফিসার লোকটির চেক নিয়ে কাজ করতে করতে বলেন, তাহলে তো অনেক বড় আয়োজন। কি করবেন খিচুড়ি?
লোকটি বলেন, না। খিচুরি কেমন যেন হয়। মানুষ এখন খিচুরি খেতে চায় না। আর তাছাড়া গ্রামের সবাই এখন বিরানি করে। বিরানি না করলে মান থাকে? তাই বিরানি করছি।
পাশ থেকে একজন বলেন, এতিমখানায় খাবার দিলেও হয়।
লোকটি জানান, তাও হয়। আবার ফকির মিসকিন খাওয়ালেও হয়। কিছু ফকির মিসকিন ও আত্মীয় স্বজন বলেছি। আর গ্রামের কিছু গন্যমান্য ব্যক্তি। কিছু গন্যমান্য ব্যক্তিদের না বললে তাই হয়? আমার তো একটা মান আছে।

-সোহাগ তানভীর

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



ইহা নিয়ে পোষ্ট দেয়ার পেছনে আপনার কি ভাবনা কাজ করছে?

২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭

বিটপি বলেছেন: কেউ মারা গেলে উৎসব আয়োজন বা খাওয়ানো স্পষ্ট বিদআত। মুসলিম হলে এটা কোনভাবেই করা যাবেনা। আমাদের মসজিদে এক লোক এক প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিল মিলাদ পড়ে খাওয়াবে বলে। হুজুর না করে দিয়েছে এবং মিলাদ না পড়িয়েই সেই মিষ্টি রাস্তায় বাচ্চাদেরকে বিলিয়ে দিতে বলেছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: জন্মের সময় খাওয়া। মৃত্যুর সময় খাওয়া। শুধু খাওয়া আর খাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.